Logo
Logo
×

প্রথম পাতা

চট্টগ্রামে ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপাল চাঁদাবাজরা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপাল চাঁদাবাজরা

চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে প্রকাশ্যে মো. আকাশ নামের এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাতে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সন্ত্রাসী চাঁদাবাজ, কিশোর গ্যাংদের নৈরাজ্য সৃষ্টি ও ব্যবসায়ীকে কোপানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে ছিদ্দিক আহম্মদ কেরানী রোড ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় জড়িত শাহীনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা প্রচেষ্টা মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

ব্যবসায়ীরা জানান, পাঁচলাইশ থানা এলাকার আতুরার ডিপো এলাকায় মার্কেটে ব্যবসা করতেন আকাশ। তার কাছ থেকে শাহীনের নেতৃত্বাধীন একটি চক্র চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বুধবার রাত ১০টার দিকে আকাশকে কোপাতে থাকে শাহীন। এ সময় আকাশ নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। ঘটনার সময় অনেক লোক থাকলেও ধারালো অস্ত্র হাতে শাহীনকে দেখে কেউ এগিয়ে আসার সাহস করেননি। আকাশকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ফেলে যাওয়ার পর আশপাশের ব্যবসায়ীরা এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ব্যবসায়ীকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযানে নামে। পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চাঁদাবাজদের মূলহোতা ও ব্যবসায়ীকে কোপানো শাহীন ও জুলহাসকে গ্রেফতার করে। বিবলু নামে এক ব্যবসায়ী যুগান্তরকে বলেন-‘আকাশের ওপর হামলার ঘটনায় তিনি মামলা করেছেন। পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন যুগান্তরকে বলেন, ‘আতুরার ডিপো এলাকার ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার দুজনকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম