বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মীর নাম মোবাশ্বের আহমেদ। তিনি গাজীপুর মহানগরের ২৮নং ওয়ার্ডের হারিনাল বাড়ির আলী আহমেদের ছেলে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ মো. সেলিম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যায় তিনি বলেন, মোবাশ্বেরকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই মোবাশ্বের হোসাইন গণমাধ্যমকর্মীদের জানান, গাজীপুরে আজ (শনিবারে) তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। মোবাশ্বির আরও জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশকে এ বিষয়ে অবহিত করেছেন।
স্থানীয়রা জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম চলে যাওয়ার ঘণ্টাখানেক পর এ গুলির ঘটনা ঘটে। সন্ধ্যার কিছু পরে রাজবাড়ীর পশ্চিম পাশের রাজদীঘির পাড় থেকে মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, একজন ছাত্রের হাতে গুলি লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।