Logo
Logo
×

প্রথম পাতা

গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু

চিকিৎসকসহ গ্রেফতার ৫ জন কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চিকিৎসকসহ গ্রেফতার ৫ জন কারাগারে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় চিকিৎসকসহ গ্রেফতার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে হাসপাতাল এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদি বিন শামস, মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেন্যান্স বোরহান উদ্দিন, সিকিউরিটি গার্ড ইসমাঈল ও নাজিম উদ্দিন। এর আগে হত্যা মামলায় তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক হিরণ মোল্লা। এ সময় আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে বলা হয়, ভিকটিম ইসমাইল ১৯ জুলাই বিকাল আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ডেল্টা হেলথ কেয়ারের প্রবেশপথের সিঁড়িতে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলেও তাকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। পরে তিনি বিনা চিকিৎসায় মারা যান। মামলাসংক্রান্ত জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা ঘটনার সময় ডেল্টা হেলথ কেয়ারে উপস্থিত ছিলেন। কিন্তু তারা ইসমাইলকে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসা দেননি। ভিকটিমের মৃত্যুর জন্য তাদের অবহেলা পরিলক্ষিত হয় মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। আরও জানা যায়, আওয়ামী সরকার পতনের পর ইসমাইলের স্ত্রী লাকি বেগম হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। লাকি বেগম আসামিদের হুমকির কারণে লাশটা পোস্টমর্টেম করতে পারেননি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম