সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত
হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![সীমান্তে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/13/2-678422fc2011c.jpg)
সাংবাদিকদের রোববার ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী -পিআইডি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়ার নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। সেখানে আমাদের প্রচুর শক্তি রয়েছে। বিজিবির সঙ্গে জনগণও কঠোরভাবে এ উদ্যোগ প্রতিহত করেছে। উপদেষ্টা বলেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি জানানো হচ্ছে। গতকালই তাকে তলব করা হয় এবং তলবের কয়েক ঘণ্টার মধ্যেই হাইকমিশনার প্রণয় ভার্মা দেখা করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। পরে ভার্মা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে। যেগুলো ভারতের করা উচিত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। তবে ১৫০ গজের বাইরে নির্মাণে বাংলাদেশের আপত্তি নেই। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বর্তমানে ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩,২৭১ কিলোমিটার অংশে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। তবে বাকি ৮৮৫ কিলোমিটারের কাজ বাকি। সম্প্রতি ভারত লালমনিরহাটের তিনবিঘা করিডর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। কিন্তু দুদেশের চুক্তি অনুসারে, এ ধরনের উন্নয়ন কার্যক্রম পারস্পরিক আলোচনা ছাড়া করা যাবে না। ভারতের একতরফা সিদ্ধান্ত তাই বাংলাদেশ মেনে নেয়নি। জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে ইতোমধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। উপদেষ্টা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালনসংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত মোট চারটি চুক্তি আছে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। এদিকে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে বর্ডার ইস্যু নিয়ে তলব করলে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেন, সচিবের সঙ্গে বৈঠকে ভারতের অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের যেই অঙ্গীকার সে বিষয়ে আলোচনা করেছি। নিরাপত্তার জন্য সীমান্তের বেড়া নির্মাণে দুদেশের বোঝাপড়ার বিষয়েও আমাদের আলোচনা হয়েছিল। এছাড়া সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনের যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে। এ সময় সীমান্তে অপরাধ কমাতে সহযোগিতামূলক আচরণ বা ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করেন হাইকমিশনার।
অপরাধী যে দলের হোক না, কাউকে ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা : সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতা আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যদি কোনো আইনশৃঙ্খলাভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার দুপুরে সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এ সময় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৩০টি ট্রাক্টর ও ৩০ শ্যালো সেচপাম্প দেওয়া হয়।
ভারতীয় হাইকমিশনারের কাছে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র সচিবের : বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা প্রকাশ করেন সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ন করে। ভারতীয় কর্তৃপক্ষকে সীমান্তে হত্যার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও আহ্বান জানান পররাষ্ট্র সচিব। সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে। তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন।