অবরোধে ২২ ট্রেনের শিডিউল বিপর্যয়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অবরোধে ২২টি ট্রেনের শিডিউল বিপর্যয়সহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে স্তব্ধ হয়ে পড়েছিল জনজীবন।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী রেললাইনসহ আগারগাঁও, বছিলা, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা, ডেমরা, আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভের কারণে সারা দেশের সঙ্গে ঢাকার প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদ এবং সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে সকাল ৯টা থেকে পৌনে ৪টা পর্যন্ত অবরুদ্ধ ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। শত শত চালক রাজপথে জড়ো হয়ে সড়ক অবরোধ কর্মসূচিতে যোদ দেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বিকালে জানান, সেনাবাহিনী ও পুলিশ বুঝিয়ে বেলা পৌনে ৪টার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দেয়।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, রেললাইনের ওপর রিকশাচালকদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই সময়ের মধ্যে ১১টি আন্তঃনগর ট্রেনসহ ২২টির শিডিউল বিপর্যয়ে পড়ে। এতে চরম দুর্ভোগের শিকার হন শত শত ট্রেনযাত্রী। কমলাপুর, বিমানবন্দরসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যাত্রীবাহী ট্রেন।
এর আগে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কমলাপুর থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে ছেড়ে যায়নি এবং ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন ঢাকার কমলাপুরে পৌঁছায়নি।
জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা মহাখালী, আগারগাঁও, মিরপুর ও বছিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়।
অবরোধের একপর্যায়ে দুপুরের দিকে মহাখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চালকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল ছোড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়।
মহাখালী রেললাইনের পাশাপাশি সংলগ্ন সড়ক অবরোধ করায় ঢাকার বাইরে ছেড়ে যাওয়া এবং বাইরে থেকে ঢাকায় আসা দূরপাল্পার বাসগুলো দীর্ঘ যানজটে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এ অবরোধের প্রভাবে রাজধানীর গুলশান, খিলগাঁও, বাড্ডা, মেরাদিয়াসহ রাজধানীর সব এলাকায়ই যাত্রীদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। ব্যাটারিচালিত রিকশাচালকরা মহাখালী থেকে সরে যাওয়ায় বেলা সোয়া ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
হাইকোর্ট মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিনদিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন। ওইদিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।