Logo
Logo
×

প্রথম পাতা

ড. ইউনূসসহ বিশ্বনেতাদের শুভেচ্ছা বার্তা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ড. ইউনূসসহ বিশ্বনেতাদের শুভেচ্ছা বার্তা

ছবি: সংগৃহীত

চার বছর পরে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বনেতারা অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। ঐতিহাসিক এ জয়ে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন তিনি। রিপাবলিকান নেতা ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় একটি বার্তা পাঠিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। ৪ বছর আগে নির্বাচনে পরাজিত হয়ে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ থেকে বিদায় নেন।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আপনার আগের মেয়াদে এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বার্তায় বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার অংশীদারত্ব ও সহযোগিতার জন্য মুখিয়ে আছে।

ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারাও। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ট্রাম্পকে অভিনন্দন জানান। শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে আছেন-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রমুখ। এদিকে ট্রাম্পের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের শীর্ষ কর্মকর্তাসহ আরও অনেকে।

নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে বলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা নতুন করে এগিয়ে নিতে মুখিয়ে আছি। শাহবাজ শরিফ লিখেছেন, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার এবং সম্প্রসারিত করার জন্য আমি নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি। রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমি বিশ্বাস করি এই নতুন যুগে একটি সুন্দর বিশ্বের প্রচেষ্টা আরও জোরদার হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, আগামী বছরগুলোতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ম্যাক্রোঁ বলেছেন, সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা ৪ বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত। নেতানিয়াহু বলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! এটি ইসরাইল ও আমেরিকার জোটের জন্য শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেন, বিশ্বব্যাপী ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করি। এছাড়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও ট্রাম্পকে অভিনন্দন জানান।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেন, শক্তির মাধ্যমে শান্তি এগিয়ে নিতে আমি আবারও তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, ইইউ ও যুক্তরাষ্ট্র শুধু মিত্র নয়, আমাদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব রয়েছে।

এছাড়া ডাচ্ প্রধানমন্ত্রী ডিক স্কুফ, অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামার, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, চেক প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা, রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাক, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছেন। জার্মান চ্যান্সেলর, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, আইরিশ প্রধানমন্ত্রীও ট্রাম্পের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম