Logo
Logo
×

প্রথম পাতা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২৪, আর বাকি ৫ দিন

সমাপনী বক্তব্যেও পরস্পরকে আক্রমণ কমলা ও ট্রাম্পের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমাপনী বক্তব্যেও পরস্পরকে আক্রমণ কমলা ও ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সমাপনী বক্তব্য দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ ভাষণেও পরস্পরকে আক্রমণ করতে ভোলেননি তারা। ট্রাম্পকে ‘বিশৃঙ্খলাকারী’ আখ্যা দিয়ে কমলা জনতার উদ্দেশে বলেন, সম্ভবত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট এটি। স্বাধীনতা ও বিশৃঙ্খলার মধ্য থেকে একটিকে বেছে নিন। অন্যদিকে ট্রাম্প বলেন, কমলা আমাদের লজ্জিত করেছে। তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা বলতে কিছুই নেই। খবর বিবিসি, এএফপি, রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে কমলার শেষ সমাবেশের আয়োজন করা হয়। তার নির্বাচনি প্রচার শিবিরের হিসাব অনুযায়ী, সমাবেশে এসেছিলেন ৭৫ হাজারের বেশি মানুষ। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার আগে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা যেখানে তার সঙ্গে জড়ো হয়েছিলেন, সেখানেই কমলার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমলা বলেন, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কে। তৎকালীন এই মার্কিন প্রেসিডেন্ট ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় মেনে না নিয়ে ক্যাপিটল হিলে একদল সশস্ত্র মানুষ পাঠান। তিনি অস্থির, প্রতিশোধপরায়ণ, অপরাধপ্রবণ। তিনি অবাধ ক্ষমতার পেছনে ছুটছেন।

ভোটারদের নির্বাচনের গুরুত্ব বোঝাতে গিয়ে কমলা বলেন, এটি সম্ভবত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট। এর মাধ্যমে মার্কিন ভোটাররা সবচেয়ে অসাধারণ কাহিনীর পরবর্তী অধ্যায়টি লিখতে পারেন।

যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি এখন বড় সমস্যা। এ বিষয়ে তিনি বলেন, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ কমানো, যা মহামারির আগেও বাড়ছিল এবং এখনও অনেক বেশি। এই সমাপনী বক্তব্যে গর্ভপাতের অধিকার রক্ষারও প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি বলেন, মানুষ তাদের নিজের শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মৌলিক স্বাধীনতা রাখে। কিন্তু ট্রাম্প আমেরিকার নারীদের গর্ভধারণ করতে বাধ্য করবেন, আপনারা প্রজেক্ট-২০২৫ গুগল করে দেখুন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার অ্যালেন্টাউনে তার শেষ প্রচারণা সমাবেশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ রাজ্য, কারণ অনেক ক্ষেত্রে এ রাজ্যের ফলাফলের ওপর প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হয়ে থাকে। ভাষণের শুরুতেই ট্রাম্প ভোটারদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ৪ বছর আগের তুলনায় আপনি কি এখন ভালো অবস্থায় আছেন?

এরপর একে একে তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো পুনরাবৃত্তি করেন। সেগুলোর মধ্যে রয়েছে-মূল্যস্ফীতি কমানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ করা। তিনি কমলা হ্যারিসের নিন্দা করে বলেন, কমলা আমাদের লজ্জিত করেছে। তার মাঝে নেতৃত্বের কোনো যোগ্যতাই নেই।

জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আপনারা ভোট দেবেন। কারণ তারা (কমলা) ভোট কারচুপি করবে, ইতোমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপর তিনি পেনসিলভেনিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির একটি ঘটনার কথা উল্লেখ করেন। সেখানকার কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, তারা ভোটার নিবন্ধন ফর্ম তদন্ত করছেন, যা জাল হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

যদিও নির্বাচনি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কাউন্টির নির্বাচন সুরক্ষিত রয়েছে এবং সন্দেহভাজন প্রতারণার বিষয়টি চিহ্নিত করা তাদের ‘সিস্টেমের কার্যকারিতার’ একটি লক্ষণ।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম