Logo
Logo
×

প্রথম পাতা

তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি

গণমাধ্যম ঘেরাও করলে আইন অনুযায়ী ব্যবস্থা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গণমাধ্যম ঘেরাও করলে আইন অনুযায়ী ব্যবস্থা

সংবাদমাধ্যম ঘেরাওয়ের হুমকি দেওয়ার ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মামুন আর রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে হুমকির নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মিডিয়াকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, কয়েকটি সংবাদপত্রে হামলার হুমকি দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। সরকারের দিক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সংবাদ কিংবা মতপ্রকাশের স্বাধীনতার ওপর কোনো ধরনের আঘাত এই সরকার বরদাশত করবে না। যে কোনো কর্নার থেকে এরকম আঘাত আসার আশঙ্কা যদি থাকে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

তবে আরেকটি বিষয় বলতে চাই, ছাত্রলীগ এখন আইনত নিষিদ্ধ সংগঠন। ফলে এর প্রচার ও প্রসারে আইনগত বাধা আছে। দীর্ঘদিন যারা সংবাদমাধ্যমে কাজ করেন, তারা এটি নিশ্চয়ই জানবেন। তিনি এ সময় সন্ত্রাসী সংগঠনের প্রচারে কোনোরকম ভূমিকা না রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম