Logo
Logo
×

প্রথম পাতা

আপিলে ২, হাইকোর্ট বিভাগে ৫৪ বেঞ্চ পুনর্গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আপিলে ২, হাইকোর্ট বিভাগে ৫৪ বেঞ্চ পুনর্গঠন

বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দুটি ও হাইকোর্ট বিভাগে ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে আপিল বিভাগের প্রথম কোর্টে এবং হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে রোববার বিচারকাজ শুরু হবে। আপিল বিভাগের দ্বিতীয় কোর্টে বিচারকাজ শুরু হবে পরদিন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিমকোর্ট। সূত্রমতে, ৪ আগস্ট সর্বশেষ ৫৩টি হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ চলেছিল। পরদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর বিভিন্ন কারণে হাইকোর্ট বিভাগে আর বিচারকাজ চলেনি। একপর্যায়ে ছাত্র আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। তারপর নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়।

নতুন প্রধান বিচারপতি নিয়োগের পর ১২ আগস্ট থেকে হাইকোর্টে ৮ বেঞ্চে বিচারকাজ শুরু হয়। পরদিন আরও এক বেঞ্চ বাড়িয়ে ৯ বেঞ্চ গঠন করা হয়। এরমধ্যে হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। তারপর ১৮ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫১ বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। সবশেষে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে। এর মধ্যে দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। এ ছাড়া ছাত্রদের দাবির মুখে অতীতে নিয়োগ পাওয়া ১২ বিচারপতিকে বেঞ্চের বাইরে (বিচারকাজ থেকে) রাখা হয়।

যে ১২ বিচারপতিকে বেঞ্চ দেওয়া হয়নি : বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। ছাত্র আন্দোলনের মুখে বুধবার বিকালে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা জানান, ১২ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম