হত্যাচেষ্টা ও নাশকতা
সাবেক মেয়র আতিকুলসহ গ্রেফতার ৯
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাবেক সংসদ-সদস্য, সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে খুলনা-৬ আসনের সাবেক সংসদ-সদস্য রশীদুজ্জামান মোড়লকে কুয়াকাটা, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) রাজধানীর বনশ্রী, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে বেনাপোল, মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ইসরাত জাহান তনুকে শহরের থানা গেট, ভারত থেকে দেশে ফেরার সময় সিলেট সীমান্ত থেকে এক যুবলীগ নেতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আরিফুল ইসলাম আরিফসহ (৩০) তিন নেতাকর্মীকে রাজশাহীতে গ্রেফতার করা হয়। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের খবর-
ঢাকা : ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানার একটি দল মহাখালী ডিওএইচএস থেকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আতিকুল ইসলামকে ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে তথ্য তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। ১৮ আগস্ট নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। এরপর তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান। এর পরদিন ডিএনসিসির মেয়রসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।
পটুয়াখালী : কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে বুধবার সকালে র্যাব-৮ ও ৬-এর সদস্যরা অভিযান চালিয়ে বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি খুলনার সাবেক সংসদ-সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করে। র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাকে গ্রেফতারের পরপরই খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। অমিত জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রশীদুজ্জামান মোড়ল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ : রাজধানীর বনশ্রী থেকে বুধবার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব-১ এর কোম্পানি কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, ৫ আগস্ট রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশলয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইলর ফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী হাজতে রয়েছেন।
বেনাপোল : শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল বুধবার ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির যৌথ চেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মামুন শিকদার ও ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, শেরপুর সদর থানায় তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকের পাঁচটি মামলা রয়েছে। আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী : জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আরিফুল ইসলাম আরিফসহ (৩০) তিন নেতাকর্মীকে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার দুর্গাপুরের চুনিয়াপাড়া ও কিসমত হোজা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজন আরিফুল জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য, সুমন (৩৫) ও সানোয়ার যুবলীগকর্মী। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গ্রেফতারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের বিতর্কিত সাবেক সভাপতি ইসরাত জাহান তনুকে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের থানা গেটের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি তনু ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। ওসি মোহাম্মদ কামাল হোসেন যুগান্তরকে বলেন, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেট : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বিয়ানীবাজার সীমান্ত হয়ে ফের দেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন যুবলীগ নেতা মু. আরাফাত হোসেন আলীফ। আরাফাত স্থানীয় যুবলীগ নেতা বলে নিজেকে বিজিবির কাছে দাবি করেছেন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।