পিরোজপুরে প্রাইভেটকার খালে দুই পরিবারের নিহত ৮
পিরোজপুর, নাজিরপুর ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ দুই পরিবারের আটজন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে সদর উপজেলার জ্ঞানসাহা এলাকায় পিরোজপুর-নাজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে। নিহতরা হলো-পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা, তার স্ত্রী আমেনা বেগম, ছোট ছেলে আবদুল্লাহ ও বড় ছেলে শাহাদাৎ এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব, তার স্ত্রী সাবিনা আক্তার, মেয়ে মুক্তা এবং ছেলে সোয়াইব। মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন এবং থাকতেন ঢাকার ভাসানটেকে আর শাওন ভাসানটেক এলাকায় খাবারের ব্যবসা করতেন।
শাওন ও মেতালেব পরস্পর সম্পর্কে বন্ধু। তারা পরিবার নিয়ে ঢাকা থেকে তিন দিনের জন্য কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। বুধবার রাতে কুয়াকাটা থেকে প্রাইভেটকারে শাওনের বাড়ি নাজিরপুরের হোগলাবুনিয়া গ্রামে ফিরছিলেন। গভীর রাতে জ্ঞানসাহা (নূরানী গেট) এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায় গাড়িটি। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক আটজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই আটজন প্রাণ হারান। সরেজমিন নূরানী গেট এলাকায় গেলে সেখানের বাসিন্দা রিয়াজুল ইসলামের স্ত্রী নাজমা বেগম বলেন, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনতে পাই। ঘর থেকে বেরিয়ে টর্চ লাইট মেরে দেখি বাড়ির সামনের খালে পড়ে আছে প্রাইভেটকার। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারকে জানালে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। সেখান থেকে আটজনের লাশ উদ্ধার করে। এদিকে দুর্ঘটনায় ছেলে ও নাতিদের মৃত্যু খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহত শাওনের মা। ঠিক যেন একই ধরনের আহাজারি চলছে মোতালেবের স্বজনদের মধ্যেও। দুই পরিবারের আটজনের মৃত্যুতে নিজ নিজ পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, নিহতদের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, পরে সাধ্যমতো আরও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।