Logo
Logo
×

প্রথম পাতা

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

Icon

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের এ ঘটনায় এতে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ওসমান গনি (৫৫) সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ কোনারপাড়ার মৃত বাঁচামিয়ার ছেলে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে বাংলাদেশের মাছ ধরার নৌকায় মিয়ানমারের নৌবাহিনী গুলি করলে একজন জেলে নিহত ও দুজন গুলিবিদ্ধ হন। পরে তারা ৬টি নৌকা ৬০ জন জেলেসহ আটক করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জেলে পরিবারের সদস্যরা জানার পর বৃহস্পতিবার সকালে তারা আমাকে জানান। পরে দুপুরে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি নৌকাসহ জেলেদের হস্তান্তর করে। বৃহস্পতিবার কোস্টগার্ডের তত্ত্বাবধানে প্রথমে একটি নৌকা লাশসহ ১১ জন জেলে নিয়ে শাহপরীরদ্বীপ জেটিতে অবতরণ করে। সন্ধ্যার পর মিয়ানমার নৌবাহিনী আটক বাকি নৌকার মাঝি-মাল্লাকেও ছেড়ে দেয়। পরে সবাইকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। সবাই শাহপরীরদ্বীপ জেটিতে অবতরণ করেছেন বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী নিশ্চিত করেছেন। নিহত ওসমান গনির স্ত্রী হাসিনা বেগম জানান, রোববার সাইফুলের মালিকানাধীন ফিশিং ট্রলারে মাছ শিকারে গেলে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে আমার স্বামী মারা যায়। এ সময় রফিক ও রাজু নামের আরও দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদের কাছে ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম