Logo
Logo
×

প্রথম পাতা

মাহমুদউল্লাহর বিদায়বেলা

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

দিল্লিতে দ্বিতীয় টি ২০ আজ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

রাজাদের শহর গোয়ালিয়র পড়ে রইল পেছনে। এবার দিল্লির গল্প। ভারতের রাজধানীতে আজ বাংলাদেশের জীর্ণশীর্ণ ব্যাটিংয়ের খোলনলচে যদি না বদলায়, তাহলে টি ২০ সিরিজ চলে যাবে সূর্যকুমারদের পকেটে। প্রথম টি ২০ ম্যাচে সাত উইকেটে হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। দিল্লিতে সিরিজ বাঁচানোর কঠিন লড়াইয়ে সম্মুখসমরে থাকতে হবে ব্যাটারদের। এদিকে সাকিব-উত্তর প্রথম টি ২০ সিরিজ এই সংস্করণে মাহমুদউল্লাহর শেষ সিরিজ হতে চলেছে। হায়দরাবাদে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি ২০ ম্যাচ খেলে এই ফরম্যাটকে বিদায় জানাবেন ৩৯ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ। গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিন ম্যাচের এই সিরিজ শেষে তিনি আন্তর্জাতিক টি ২০ থেকে অবসর নেবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ রানপ্রসবা হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানকার পিচ সবসময় ব্যাটারদের দিকে হাত বাড়িয়ে দেয়। ম্যাচ যত এগোবে স্পিনাররা সুবিধা পাবেন। এরআগে এই ভেন্যুতে সাতটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এরমধ্যে প্রথমে ব্যাট করা দলের জয় তিনটি।

ভারতের বিপক্ষে সাদা পোশাকের পর এবার রঙিন পোশাকেও বিবর্ণ বাংলাদেশ। টেস্টে ধবলধোলাইয়ের পর ভারত সফরে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। প্রথম টি ২০-তে বাংলাদেশ যেখানে ১২৭ রান করে। সেই রান ভারত টপকে যায় ৪৯ বল হাতে রেখে। দুই দলের পারফরম্যান্সে ছিল বিস্তর ফারাক। সফরকারীদের এমন হতশ্রী পারফরম্যান্সের সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, বাংলাদেশের ব্যাটিং ছিল অপরিণামদর্শী, লক্ষ্যহীন। আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশের ভাইরা, তোমরা কী করছো? এ কেমন ক্রিকেট খেলছো? ভারতের আশপাশেও আসতে পারোনি। একপেশে বলতে যা বোঝায়, ঠিক তাই। ম্যাচ কোথায়, এটা তা মিস-ম্যাচ ছিল।’

আর সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিত আলী বলেন, ‘বাংলাদেশ আসলে ভারতীয় দলের কাছে হারেনি। হেরেছে আইপিএলের দলের কাছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম