বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতির পদত্যাগ
মোজাম্মেল হক চঞ্চল
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিওএ সভাপতি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
পদত্যাগ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) শফিউদ্দিন আহমেদ। গত ৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) কংগ্রেসে যোগ দিতে ভারতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেখানে না গিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন সাবেক এই সেনাপ্রধান। বিওএ’র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র আরও জানায়, ওসিএ’র কংগ্রেসে যাওয়ার জন্য ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তর থেকে ছুটি নিয়েছিলেন। যাওয়ার আগে বিওএ’র মহাসচিব শাহেদ রেজাকে সভায় যোগ দিতে বলেছিলেন শফিউদ্দিন আহমেদ। কিন্তু সময় স্বল্পতার জন্য শাহেদ রেজা ভার্চুয়ালি কংগ্রেসে যোগ দেন। দেশ ছাড়ার আগে শফিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর পদত্যাগপত্রে সই করেন। মহাসচিব বরাবর লেখা সেই পদত্যাগপত্র আজ বুধবার বিওএ’তে জমা হওয়ার কথা। পুরো প্রক্রিয়া সম্পর্কে বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামস (অব.) যুগান্তরকে বলেন, সভাপতির পদত্যাগপত্র পাওয়ার পর মহাসচিব নতুন সভাপতি নির্বাচনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিওএ’র আরেকটি সূত্র জানিয়েছে, শফিউদ্দিন আহমেদের পদত্যাগপত্র প্রথমে নির্বাহী সভায় অনুমোদন হবে। পরে তা পাঠিয়ে দেওয়া হবে আইওসিতে। আইওসির সবুজ সংকেত মিললে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর নির্বাচনের আয়োজন করবে কমিশন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে তিন মাস লাগবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ জুন ১৭তম সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন শফিউদ্দিন আহমেদ। ওই বছরের ২২ ডিসেম্বর বিওএ’র সভাপতির দায়িত্ব নেন সাবেক এই সেনাপ্রধান। চলতি বছরের ২৩ জুন অবসরে যান তিনি। তবে অবসরে গেলেও বিওএ’র নির্বাচিত সভাপতি হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। কারণ অলিম্পিকের নিয়ম অনুযায়ী পদত্যাগ না করলে মেয়াদপূর্তি পর্যন্ত সভাপতি পদে বহাল থাকবেন। ১৯৯৬ সালে বিওএ’র সভাপতি পদে দায়িত্ব পাওয়া লে. জেনারেল (অব.) মাহবুবের পর আর কেউ নির্ধারিত মেয়াদ শেষ করতে পারেননি।