Logo
Logo
×

প্রথম পাতা

বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: আসিফ নজরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: আসিফ নজরুল

আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আফিস নজরুল বলেছেন, কোনো মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণ করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সরকার এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আইনের মাধ্যমে তদন্তসাপেক্ষে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। কোনোভাবে পার পাওয়ার সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আফিস নজরুল আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। এ হত্যাকাণ্ড আমাদের সবাইকে মর্মাহত করেছে। এ ঘটনা আমাদের কষ্ট দিয়েছে। ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এড়াতে সরকার সবরকম চেষ্টা করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শুক্রবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম