Logo
Logo
×

প্রথম পাতা

তিন মেয়াদে ভুয়া নির্বাচন

শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসির বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ-সদস্য ঘোষণার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র শেখ ফাহমিন জাফরকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেকটি অভিযোগ আনা হয়েছে। নিহত ওই ছাত্রের মা কাজী লুলুল মাখমিন শিল্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে বুধবার আবেদনটি করেন। ঢাকার সাভার ও নাটোরে হাসিনার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা হয়েছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই প্রক্টরসহ ছাত্রলীগের ৩৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। খাগড়াছড়ি ও গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : জানা গেছে, নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী রোড এলাকার বাসিন্দা বিএনপি নেতা একরামুল করিম মামলাটি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সহকারী কমিশনার বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ করে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন-সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক, শাহনেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনার সচিব হেলাল উদ্দিন আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিসুর রহমান ও নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। ভুয়া নির্বাচনের নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্বাচনে নিজেকে ভুয়া জাতীয় সংসদ-সদস্য পরিচয়দানকারী হিসাবে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়-২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের একপেশে, জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের ভুয়া সংসদ-সদস্য ঘোষণার ক্ষেত্রে আসামিদের সক্রিয় ভূমিকা ও অংশগ্রহণ ছিল।

ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে নিহত শিক্ষার্থীর মা আবেদন করার সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। আবেদনে আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩টি এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১০টিসহ মোট ২৩টি অভিযোগ দায়ের হলো। এছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আরেকটি আবেদন করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও বিএম সুলতান মাহমুদ জানান, ১৮ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান শেখ ফাহমিন জাফর। তিনি টঙ্গী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষে ছিলেন।

নাটোর : শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মিকদাদ হোসাইন খান আকিবের বাবা নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও নিহত শরিফুল ইসলাম মোহনের বড় ভাই সাবেক ছাত্রশিবির নেতা এসএম সেলিম মাসুম বুধবার দুপুরে এ দুটি মামলা করেন।

জবি : ছাত্র-জনতার আন্দোলনে কোতোয়ালি থানা এলাকায় মনিরুল ইসলাম অপু হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোস্তফা কামাল ও সাবেক সহকারী প্রক্টর নিউটন হালদারসহ জবি ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বুধবার কোতোয়ালি থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ১৬ সেপ্টেম্বর রবিউল ইসলাম শাওম নামে একজন বাদী হয়ে এ মামলা করেন।

খাগড়াছড়ি : দীঘিনালা উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিএনপি নেতা নুরুল ইসলাম দীঘিনালা থানায় মামলাটি করেন।

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মিয়া বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।

ঢাকা উত্তর : শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে প্রধান আসামি করে ১৮০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৪ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। বুধবার বিকালে মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া। এক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে অটোরিকশাচালক রফিকুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী ১৬ সেপ্টেম্বর মামলাটি করেছেন। বুধবার মামলাটি যাচাই-বাছাই করে নথিভুক্ত করা হয়েছে। একই দিন নিহত ছাত্রদল নেতা মো. আরিফুর রহমান রাসেলের বড় ভাই সাইদুর রহমান আরেকটি মামলা করেছেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাজীব সিকদার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম