Logo
Logo
×

প্রথম পাতা

মন্ত্রীর নির্দেশ উপেক্ষিত 

রাজধানীতে বন্ধ হয়নি ব্যাটারি চালিত রিকশা

Icon

যুগান্তর প্রতিবেদন 

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীতে বন্ধ হয়নি ব্যাটারি চালিত রিকশা

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তার সেই নির্দেশের কোনো বাস্তবায়ন নেই। অন্য স্বাভাবিক দিনের মতো রাজধানীর সড়ক, অলিগলিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করেছে।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, গুলিস্তান, খিলগাঁও, যাত্রাবাড়ী, দনিয়া, বাড্ডা, মিরপুর, উত্তরা, দক্ষিণখান, ভাটারা এলাকায় দিব্যি ব্যাটারিচালিত রিকশা চলাচল করেছে। পুলিশ, সিটি করপোরেশন, বিআরটিএ কোনো সংস্থারই ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার বিষয়ে কোনো ধরনের কার্যক্রম চোখে পড়েনি। 

অথচ বুধবার সড়ক পরিবহণ সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় ঢাকার দুই সিটি মেয়রের আবেদনের প্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার সিদ্ধান্ত হয়। মোহাম্মদপুর বেড়িবাঁধে ব্যাটারিচালিত রিকশাচালক মমিন হোসেন বলেন, সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না, এ কথা তিনি জানেন না। পুলিশও তাকে কিছু বলেনি। 

সংশ্লিষ্টরা জানান, ব্যাটারিচালিত রিকশার জন্য প্রচুর বিদ্যুৎ খরচ হয়। বিদ্যুৎ ঘাটতির সময়ে অবৈধ এই যানবাহন চলতে দেওয়া কোনোভাবেই উচিত হচ্ছে না। এছাড়া বাহন নিরাপদও নয়। সাধারণ রিকশার অবকাঠামো কিছুটা পরিবর্তন করে তৈরি এসব রিকশা বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে। 

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়ে বুধবার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। 

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ভয়াবহ ব্যাপার, যখন ব্যাটারিচালিত রিকশার চালকেরা দুই পা ওপরে উঠিয়ে বেপরোয়া গতিতে চালায়। একই সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সিদ্ধান্তে আসা দরকার যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা, ইজিবাইক চলবে না, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা বন্ধ করতে হবে।

রাজধানীতে পুলিশের অভিযান : ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে পুলিশ। এছাড়া মূল সড়কে অযান্ত্রিক যান চলাচল ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বুধবার বিকাল থেকেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক, এডমিন অ্যান্ড রিসার্চ) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবহার রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি বড় সমস্যা। এসব যান হুটহাট সড়কে চলে আসছে। সঙ্গে আছে ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য। 

৮টি ট্রাফিক বিভাগ থেকে ব্যাটারিচালিত অবৈধ রিকশা, অবৈধ যানবাহন, মাটি ও বালি বহনকারী ট্রাক ও হকারদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার ও বৃহস্পতিবার পর্যবেক্ষণ ও চালকদের সচেতন করা হয়েছে। পরবর্তী সময়ে মূল সড়কে অটোরিকশা পেলেই ধরা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম