Logo
Logo
×

প্রথম পাতা

মাধবপুরে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ 

১২ জেলায় সড়কে প্রাণহানি আরও ১৮

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাধবপুরে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ 

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। বুধবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলায় দুর্ঘটনাটি ঘটে। সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। এছাড়া ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঢাকার গুলশান, ধামরাই ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই রিকশাচালকসহ তিনজন, নীলফামারীর কিশোরগঞ্জে যুবকসহ তিনজন, কুষ্টিয়ায় দুই মোটরসাইকেল আরোহী, বরিশালে হেলপার, পটুয়াখালীর কলাপাড়ায় প্রবাসী, কুমিল্লার নাঙ্গলকোটে ব্যবসায়ী, লক্ষ্মীপুরের রায়পুরে বৃদ্ধা, রাজশাহীতে চালকসহ তিনজন, মাদারীপুরের রাজৈরে ইমাম, গাইবান্ধায় পাওয়ারটিলারচালক এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃদ্ধ রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- 

মাধবপুর (হবিগঞ্জ) : নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মজু আলী মৃধার ছেলে জামাল, তার স্ত্রী কামরুন্নাহার, তাদের সন্তান অনন্ত, ভাই এনামুল এবং প্রাইভেটকারচালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুছ বেপারির ছেলে হারুন বেপারি। ঢাকার সাভারের হেমায়েতপুরে ভাড়া বাসায় থেকে গার্মেন্টে চাকরি করতেন জামাল মিয়া। মে দিবসের ছুটিতে পরিবারসহ প্রাইভেটকারে সিলেটে মাজার জিয়ারত করতেন আসেন। রাতে সিলেট থেকে সাভার ফিরছিলেন। ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ বাধে। কারটি ছিটকে দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই পাঁচজন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

ভাটারা ও ধামরাই (ঢাকা) : গুলশানে ট্রাকের চাপায় চালক ইউসুফ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন। এদিকে ধামরাইয়ে পিকআপ উলটে প্রাণ হারিয়েছেন চালক সাব্বির হোসেন রমজান। ধামরাই ধুলিভিটা-কালিয়াপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। রমজান টাঙ্গাইলের পাহাড়তলীর আলিম উদ্দিনের ছেলে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর কলাপট্টি এলাকায় ট্রাকের ধাক্কায় চালক সাইফুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপায়। 

কিশোরগঞ্জ (নীলফামারী) : কিশোরগঞ্জের কেল্লাবাড়ি বৃহস্পতিবার ট্রলির ধাক্কায় যুবক উজ্জল হোসেনের প্রাণ গেছে। সে বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। এদিকে টেঙ্গনমারী সড়কের ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেলের ধাক্কায় সদর ইউনিয়নের কেশবা যুগিপাড়া গ্রামের মৃত সুরেন চন্দ্রের স্ত্রী পুশোবালা নিহত হয়েছেন। এছাড়া বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবক আব্দুর রশিদ ওরফে পুসু মামুদ চিকিৎসাধীন অবস্থায় সকালে হাসপাতালে মারা গেছেন। তিনি উত্তর দুরাকুটি জয়নন্দেরকোট গ্রামের মৃত ছয়ফল মুন্সির ছেলে।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী আবু সাঈদ বাদশা ও ওয়াহেদ ইউসুফ ওরফে লিটন নিহত হয়েছেন। বুধবার রাতে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় এলাকার সার্কিট হাউজের সামনে এই দুর্ঘটনা ঘটে। আবু সাঈদ বাদশা কুষ্টিয়া সদর উপজেলার শহরের নতুন কোর্টপাড়া (টালিপাড়া) এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ও লিটন একই উপজেলার হরিপুর শালদাহ এলাকার আব্দুল হাই খানের ছেলে। 

রাজশাহী ও বাঘা : রাজশাহীর গোদাগাড়ীতে কাভার্ডভ্যানচাপায় বাইসাইকেল আরোহী আলিফ হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আলিফের বাবার নাম সাজিদ হোসেন। বাড়ি উপজেলার শেখপুর কুমরপুর। এদিকে রাজশাহীর মোহনপুরে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক সড়কের কামারপাড়ায় ভটভটির ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী সেলিম হোসেন নিহত হয়েছেন। সেলিম মোহনপুরের রায়ঘাটি গ্রামের আসাদুলের ছেলে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া বাঘায় ট্রাক্টরের চাপায় চালক সজিব হোসেন নিহত হয়েছেন। সজিব বাঘা উপজেলার কলিগ্রামের সড়কঘাট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বুধবার ভোরে পাবনা সদর থানার দোগাছি ইউনিয়নের দোগাছি বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল : বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাসচাপায় হেলপার মোহাম্মদ জিহাদ নিহত হয়েছেন। জিহাদ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহণের হেলপার ছিলেন।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমানের মৃত্যু হয়েছে। বুধবার রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সাইদুর আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের হুমায়ুন কবির মোল্লার ছেলে। তিন দিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন তিনি।

কুমিল্লা : নাঙ্গলকোট উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ির ধাক্কায় বুধবার ব্যবসায়ী জিয়াউল হক নিহত হয়েছেন। কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের মন্তলী ঝিকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউল ওই এলাকার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে। 

রায়পুর (লক্ষ্মীপুর) : রায়পুরে পিকআপের চাপায় প্রাণ হারিয়েছেন বৃদ্ধা জেসমিন বেগম। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার খোয়া সাগরদীঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে। জেসমিন বেগম রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী।

টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম রইসুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার রাতে টেকেরহাট-কবিরাজপুর সড়কের তালপট্টিতে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের সালথা উপজেলার খুলিশাডুবি গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি। 

গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর সড়কে ট্রাকের ধাক্কায় যুবক শিমুল মিয়া নিহত হয়েছে। নিহত যুবক পাওয়ার টিলারচালক ছিলেন। বৃহস্পতিবার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিমুলের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামে। 

পাগলা থানা (ময়মনসিংহ) : গফরগাঁও উপজেলায় রাস্তা পারের সময় অটোর ধাক্কায় বৃদ্ধ সাত্তার নিহত হয়েছেন। সাত্তার উপজেলার মলমল গ্রামের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন উপজেলার মলমল বাজারে ব্যবসা করতেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম