Logo
Logo
×

প্রথম পাতা

তদন্তের নির্দেশ

যুবলীগ নেতা নাজমুলের বদলে জেল খাটেন মিরাজুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুবলীগ নেতা নাজমুলের বদলে জেল খাটেন মিরাজুল

মাদক মামলায় উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা নাজমুল হাসানের পরিবর্তে জেলের সাজা খেটেছেন মিরাজুল ইসলাম। পত্রিকায় প্রকাশিত প্রকৃত আসামির পরিবর্তে অন্যজনের সাজা খাটার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রতিবেদন সঠিক কিনা, ২৫ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তাকে তা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আতাউর রহমানের একক বেঞ্চ এ আদেশ দেন বলে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২০ সালের আগস্টে উত্তরার একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। তবে পালিয়ে যান চক্রের মূলহোতা যুবলীগ নেতা নাজমুল হাসান। এ অপরাধ প্রমাণিত হওয়ায় পলাতক নাজমুল হাসানকে ৭ বছরের কারাদণ্ড দেন নিু আদালত। কিন্তু এ পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে জেল খেটেছেন মিরাজুল ইসলাম।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ হাইকোর্টের নজরে আনেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তিনি বলেন, নাজমুলের ৭ বছর সাজা হওয়ার পর সে মিরাজুলের সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি করেন। তাকে সেখানে আত্মসমর্পণ করান। এরপর তিনি জামিন নেন। আজ রায় ছিল। ঘটনাটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে। আদালত এ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মনজিল মোরশেদ বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এটি চূড়ান্তভাবে বন্ধ করার একমাত্র উপায় হলো প্রত্যেক জেলখানা ডিজিটালাইজড করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম