Logo
Logo
×

প্রথম পাতা

উইলিয়ামসন ও তাইজুলের দিনে এগিয়ে বাংলাদেশ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উইলিয়ামসন ও তাইজুলের দিনে এগিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয়দিনও আলো কমে আসায় খেলা শেষ করে দিতে হয় নির্ধারিত সময়ের আগে। দুয়ারে শীত। অগ্রহায়ণের শেষ বিকালের নিভু নিভু আলো বাদ সাধে তিন কাঠির খেলায়। অন্য আলোর কথা বললে, বুধবার প্রথম টেস্টের দ্বিতীয়দিনের খেলার দুই পারফরমারের কথা বলতে হয়।

প্রথমজন তাইজুল ইসলাম। যার ঘূর্ণিতে ২৬৬/৮-এ দিন শেষ করা নিউজিল্যান্ড পিছিয়ে ৪৪ রানে। ৮৯ রানে চার উইকেট নেওয়া তাইজুল স্বাগতিকদের সবচেয়ে সফল বোলার। দ্বিতীয়জন কেইন উইলিয়ামসন। যার ১০৪ রানের ধৈর্যশীল ইনিংস তাকে বসিয়ে দিয়েছে ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলির পাশে। প্রয়াত অসি লিজেন্ড ব্র্যাডম্যান এবং কোহলির মতো উইলিয়ামসনের নামের পাশেও এখন ২৯টি টেস্ট সেঞ্চুরি।

প্রথম কিউই ক্রিকেটার হিসাবে এ নিয়ে টানা চারটি সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। এই হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয়দিনের খেলার নির্যাস। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের কার্যত নির্মাতা উইলিয়ামসন। নিজের ১০৪ রানের ইনিংস তিনি দাঁড় করান ২০৫ বলের ভিতের ওপর। ১১টি চার কাজ করে ইটের। দুবার ভাগ্য তার সহায় হয়। একবার ৬৩ রানে তার ক্যাচ ফেলে দেন তাইজুল ইসলাম। (স্কোর কার্ড খেলার পাতায়)

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম