বিএনপি ও সমমনাদের আন্দোলন
রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ শেষ। তৃতীয় দফায় রোববার থেকে আবারও একই কর্মসূচি দিয়েছে দলগুলো।
ওইদিন ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা। এর মধ্যে আজ শুক্রবার বাদ জুমা নিহতদের স্মরণে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদের কর্মসূচি রয়েছে। শনিবার কোনো কর্মসূচি নেই।
অবরোধ উপলক্ষ্যে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘চলমান গণআন্দোলনে নিহত সহকর্মীদের এবং গত কয়েকদিনে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের মধ্যে যে ভাইবোনরা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেফতারকৃত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে।’
অবরোধ কর্মসূচি সফলে সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে একদফার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে অবরোধ চলবে। দলের মহাসচিবসহ সব নেতার মুক্তির দাবিতে অবরোধ চলবে। গণতন্ত্রের বিজয় পতাকা উড্ডীন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।’
হরতালের পর টানা তিন দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দল ও জামায়াতে ইসলামী। পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় ফের পৃথকভাবে ৪৮ ঘণ্টার একই কর্মসূচি পালন করে। তৃতীয় দফার অবরোধ আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার ভয়ে দিশেহারা। তিনি সারা দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ সফলে জনগণের প্রতি আহ্বান জানান। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও এক বিবৃতিতে অবরোধ সফলের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।
প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম একই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব নয়। সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনতা জেগে উঠেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছে। জনগণের ন্যায্য দাবি মেনে নিন। পদত্যাগ করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবেন।’