সাকিব আহমেদাবাদে ধর্মশালায় মিরাজরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল এখন ধর্মশালায়। দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। আজ আহমেদাবাদে ক্যাপ্টেন্স ডে’তে অংশ নেবেন বাংলাদেশ অধিনায়ক। অনুষ্ঠানে বাকি নয় দলের অধিনায়কও থাকবেন। আহমেদাবাদ থেকে ধর্মশালা যাবেন সাকিব। অনুশীলনে ফুটবল খেলার সময় ডান-পায়ে হালকা চোট পান এই বাঁ-হাতি অলরাউন্ডার। দুটি প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে তার কোনো সমস্যা নেই।
গুয়াহাটিতে প্রচণ্ড গরম থেকে বাংলাদেশ দল গেছে বিশ্বকাপের সবচেয়ে ঠান্ডা ভেন্যুতে। ধর্মশালায় তাপমাত্রা ২৩-২৪ এর মধ্যে থাকছে। বৈরী কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় পাচ্ছে টারইগাররা। আগামীকাল বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে শনিবার। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। ধর্মশালায় প্রথম প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার দাপুটে ব্যাটিং করেছে শ্রীলংকা। বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রান তাড়া করে সাত উইকেটের জয় পায়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও টাইগারদের বোলিং খারাপ হয়নি। ধর্মশালায় পেস বোলাররা সুবিধা পান। সেখানেই ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে তামিম ইকবালের জায়গায় তানজিদ হাসান তামিমকে বিশ্বকাপ দলে নেওয়ায় সমালোচনা হয়েছে। প্রতিভা থাকলেও বিশ্বকাপে যাওয়ার আগে জাতীয় দলের হয়ে তেমন কিছু করতে পারেননি তানজিদ। তবে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিংয়ে প্রতিভার ছাপ রেখেছেন। প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে করেন ৪৫ রান। তানজিদকে দলে নেওয়া হয়েছে হাতে প্রচুর শট থাকায়। প্রস্ততি ম্যাচে সেগুলো কাজে লাগিয়ে তিনি এখন আত্মবিশ্বাসী।