Logo
Logo
×

প্রথম পাতা

যারা বোঝেন না তারাই বলছেন অর্থনীতি ভালো নেই: অর্থমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যারা বোঝেন না তারাই বলছেন অর্থনীতি ভালো নেই: অর্থমন্ত্রী

যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই, তারা অর্থনীতিই বোঝেন না- বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

‘অর্থমন্ত্রীকে পাওয়া যায় না। অর্থনীতিবিদদের অভিমত যে, ভুলনীতির কারণে দেশের অর্থনীতিতে সংকট বাড়ছে’-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ রোলমডেল যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তার পরও যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই তারা অর্থনীতিই বোঝেন না।’

এ সময় পালটা প্রশ্ন রেখে তিনি বলেন, ‘অর্থনীতি আর কত ভালো হবে? করোনার পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি অনিশ্চিয়তার মধ্যে নিমজ্জিত। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।’

এর আগে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও এক্সেলারেট এনার্জির সিইও স্টিভ কোবস ৩০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের চার বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এ নিয়ে ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

একটি জরিপে বলা হয়েছে, জাপানের বিনিয়োগকারীদের ৭১ শতাংশ অসন্তুষ্ট। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘জাপানি কোম্পানি কোনটা ইনভেস্ট করেছে? শুধু একটিই আছে তাদের, সেটা হলো সিগারেট ম্যানুফ্যাকচারিং।’

মূল্যস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়ে গেছে-এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি, তখন কত ছিল মূল্যস্ফীতি? ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে আমাদের মূল্যস্ফীতি এখন ৭ দশমিক ৫ শতাংশ। এই দুরবস্থার মধ্যেও ৭ দশমিক ৫ শতাংশ।’

জিনিসপত্রের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যে যুদ্ধ শুরু হয়েছে, তা কবে শেষ হবে কেউ জানে না। তার পরও অনেক ভালো চলছে আমাদের। সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।’ বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মার্কিন ব্যবসায়ীরা কৃষি-বিদ্যুৎ-গ্যাস- মোটরযানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।

এ সময় মন্ত্রী প্রশ্ন রাখেন, বাংলাদেশে কোন ব্যবসাটা ব্যর্থ হয়েছে, আপনারা বলেন? আমি বারবার তাদের বলেছি, বাংলাদেশ নজিরবিহীন সুযোগের দেশ। এখানে বিনিয়োগ করে কখনো লোকসান করবেন না। লোকসানের কোনো সুযোগ নেই। এখন যদি বিনিয়োগ বা ব্যবসা না করে টাকা পকেটে নিয়ে ঘোরেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এটা ব্যবসায়ের জায়গা।’

মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা ১২ বছর ট্যাক্স হলিডে সুবিধা চেয়েছেন-এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তারা কর রেয়াতসহ বেশকিছু সুযোগ চেয়েছেন। আমরা বলেছি বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা নতুন বিনিয়োগকারীরাও পাবেন। এসব সুযোগের বাইরে যদি কোনো বিষয় থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিত্ব করেন। বিশেষ করে জ্বালানি, বিমা, কৃষি এবং অন্যান্য খাতের উদ্যোক্তা। তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে চাচ্ছে। এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমি তাদের বলেছি, বাংলাদেশে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বিনিয়োগের জন্য অত্যন্ত আদর্শ জায়গা। এখানে বিনিয়োগ করে কোনো বিদেশি ক্ষতির মুখে পড়েনি।’

মন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। চিরদিন আমদানিনির্ভর হয়ে থাকলে দেশের অর্থনীতিকে সুসংহত করা যাবে না। এ কারণে ‘মেইড ইন বাংলাদেশ’ এই স্লোগান সামনে নিয়ে আমরা আগাতে চাই। এতে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেই অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে দাঁড়াবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম