Logo
Logo
×

প্রথম পাতা

ফেসবুকে কটূক্তির জের

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

ফেসবুক পোস্টে কটূক্তিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে স্কুল ড্রেস পরে, কাঁধে ব্যাগ নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে উভয় প্রতিষ্ঠানের অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে এখনো উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোনো সময় তাদের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পুলিশ উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের দিকে বাড়তি নজর দেওয়ার অনুরোধ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, বুধবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়। তখন ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মেরেছিল আইডিয়ালের শিক্ষার্থীরা। এরই জের ধরে বৃহস্পতিবার ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছোড়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

বিজয় ৭১ নামের বাসটি দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে সায়েন্স ল্যাব দিয়ে ঢাকা কলেজে ফিরছিল। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ছোড়া ঢিলে বাসটির কয়েকটি জানালা ও পেছনের কাচ ভেঙে যায়। ঢাকা কলেজে এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। তারা প্রতিশোধ নিতে ছুটে যায় আইডিয়াল কলেজের দিকে। শুরু হয় সংঘর্ষ। আহত হন আরিফ (২১) ও রিমেলসহ (২২) চারজন। এর মধ্যে আরিফ ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্সের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ যুগান্তরকে বলেন, বেশ কয়েক দিন ধরেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। মূলত ফেসবুকে একে অপরকে নিয়ে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবারের ঘটনাটিও একইভাবে ঘটেছে। আমরা শিক্ষক-অভিভাবকদের সঙ্গে কথা বলেছি-তারা যেন নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করেন। কারণ ছোট ছোট ঘটনা থেকে প্রায়শই বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আর অল্পবয়সি শিক্ষার্থী হওয়ায় আমরাও সবসময় কঠোর অবস্থানে যেতে পারি না। তাদেরকে বুঝিয়ে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ভাঙচুরের খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে ছুটে যায়। আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নেয় তারা। এরপর গ্রিনরোডে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। শুরু হয় ধাওয়া পালটা ধাওয়া। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। স্থবির হয়ে যায় যান চলাচল। ঘটনার শুরু থেকেই ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের অতিরিক্ত সদস্য। এরই মধ্যে ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে যান। তিনি উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাকেও উপেক্ষা করে শিক্ষার্থীরা একে অপরের দিকে এগিয়ে যেতে থাকে। পরে একটি হ্যান্ড মাইক দিয়ে তিনি কয়েক শিক্ষার্থীকে ডাকেন। তাদের সব সমস্যার কথা শুনে সুন্দর সমাধানের আশ্বাস দেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে সংঘর্ষ শেষে গ্রিনরোড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় প্রচুর পরিমাণ ইট, কনক্রিটের টুকরো ও লাঠিসোঁটা পড়ে আছে। ফলে সংঘর্ষ থামলেও নির্বিঘ্নে যান চলাচল করতে পারছিল না। পরে বড় ইটের টুকরোগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর আড়াইটার পর পুলিশ এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। তবে বিকাল পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম