Logo
Logo
×

প্রথম পাতা

ভূমিকম্পে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভূমিকম্পে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালিত

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) উপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

গুলিস্তানের জিরো পয়েন্টে জিপিও ভবনেও উঠেছে অর্ধনমিত জাতীয় পতাকা। নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থার জন্য সারা দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশ দুটিতে চলতি শতাব্দীর ভয়াবহতম এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ১৫ হাজার ছাড়িয়েছে।

খুবিতে দোয়া : খুলনা ব্যুরো জানায়, বৃহস্পতিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া তুরস্ক ও সিরিয়ায় নিহতদের আত্মার শান্তি কামনায় বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদে দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ক্বারী মো. মুস্তাকিম বিল্লাহ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম