স্বামী-স্ত্রী’র সম্পর্কে গানের প্রভাব
জেলি খাতুন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
স্বামী : বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও...
স্ত্রী : এত ঢং করতে হবে না। তরকারিতে একটু লবণ বেশি হলেই প্রমাণ পাওয়া যায়।
স্বামী : তোমার হাত পাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে...
স্ত্রী : আসল কথা প্রাণ জুড়িয়ে আসে না, বিদ্যুৎ বিল কম আসে সেটা বলো।
স্বামী : আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম...
স্ত্রী : এত কিছু লাগবে না, কাল শপিংয়ে যাবো-তোমার মানিব্যাগ নয়তো ক্রেডিট কার্ডটা দিলেই হবে।
স্বামী : আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে...
স্ত্রী : অনেক উপকার হবে, তোমার ফোনের এমবি-মিনিট সব বেঁচে যাবে।
স্বামী : আমি সব কিছু ভুলতে পারবো...
স্ত্রী : বাকিটা বলতে হবে না, কখন কত টাকা শপিং করি এটা তো ঠিকই মনে রাখো।
স্বামী : কী নামে ডেকে বলবো তোমাকে...
স্ত্রী : বুঝতে পেরেছি, বিয়ের আগে অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছ তো, এখন বউকে কী নামে ডাকবে ভুলে গেছো!
উলিপুর, কুড়িগ্রাম