
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম

সম্পাদকীয়
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
ষড়যন্ত্র দেশে তো চলছেই, বিদেশের মাটিতেও চলছে বড় ষড়যন্ত্র। পালানোর প্রক্রিয়া শেষ করার পর ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের দোসররা কিছুকাল হয়তো ধকল সইতেই চুপ ছিল। কিন্তু কিছুদিন থেকে তারা আবারও দেশকে দখল করার নেশায় মেতে উঠেছে। বিশেষ করে ভারত এবং অন্যান্য দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষস্থানীয় নেতারা সরকার উৎখাতের বিশেষ এজেন্ডা নিয়ে তৎপর হয়ে পড়েছে। এই উৎখাত পরিকল্পনার অংশ হিসাবে তারা প্রথমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। কলকাতা, দিল্লি, আগরতলা, মেঘালয়সহ ভারতের নানা জায়গায় নির্বিঘ্নে তৎপরতা চালানোর সুযোগ পেয়েছে তারা। ষড়যন্ত্র বাস্তবায়ন করতে একটি কোর গ্রুপও তৈরি করা হয়েছে বলে জানা গেছে। তারা ঘনঘন বৈঠকে বসে কর্মপন্থা ঠিক করছে। ইতোমধ্যে এই কোর গ্রুপ ৫ দফা বৈঠকে মিলিত হয়েছে বলে খবর রয়েছে। ওদিকে ভারতের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে যারা পালিয়েছে, তারাও চালাচ্ছে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। প্রধান উপদেষ্টার চীন সফরকে তারা দেখছে বিপদ হিসাবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যত ভালো হবে, বাংলাদেশকে ঘিরে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন ততই কঠিন হয়ে পড়বে, এই চিন্তা তাদের ঘুমাতে দিচ্ছে না।
এ প্রেক্ষাপটে দেশবাসীকে অবশ্যই সতর্কাবস্থায় থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা নাশকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইবে। এ দিকটায় জনগণকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় নামতে হবে। আশার কথা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ‘মব জাস্টিসের’ কথা এখন আর শোনা যায় না। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ইত্যাদিও তেমন ঘটছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। বিশেষ করে ঈদের দীর্ঘ ছুটির সময় রাজধানীতে যাতে কোনো অপরাধ ঘটতে না পারে, সেজন্য তাদের সদাসতর্ক থাকতে হবে। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে বৈধ-অবৈধ প্রচুর অস্ত্র রয়েছে। এসব অস্ত্র উদ্ধার করতে হবে অবশ্যই। ওদিকে ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে বলেও প্রমাণ মিলেছে। শেখ হাসিনাসহ তাদের ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও হয়েছে। আমরা আশা করব, সরকার তথা দেশবাসী সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকবে।