Logo
Logo
×

সম্পাদকীয়

শিশু ধর্ষণের শিকার

অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত করুন

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশুর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় সারা দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, মেয়ের স্বামীর সহায়তায় মেয়েটির শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেছেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টাও চালানো হয়েছে। কয়েক মাস আগে মাগুরার এক তরুণের সঙ্গে ধর্ষণের শিকার শিশুটির বড় বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ধর্ষণের শিকার শিশুটির বড় বোনকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। এ প্রেক্ষাপটে বড় বোনের মর্যাদা রক্ষায় সম্প্রতি বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিল নির্যাতনের শিকার শিশুটি। মানুষ কতটা বিবেকশূন্য হলে একটা শিশুকে এভাবে নির্যাতন করা যায়, এ প্রশ্ন সবার। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে নির্যাতনের শিকার শিশুটির বোনের শ্বশুর ও স্বামীকে। বর্তমানে শিশুটি রাজধানীর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে।

এদিকে এ ঘটনায় দায়ের মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুঃখজনক হলো, নারী ও শিশু নির্যাতনের খবর প্রায়শই গণমাধ্যমে আসে। নির্যাতনের শিকার মাগুরার শিশুটিকে দেখতে রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। তিনি আরও বলেছেন ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।’ আমরাও মনে করি, এ ধরনের ঘটনায় দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পান, কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে হবে। বস্তুত নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। নারী নির্যাতন বন্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার। দেশে ধর্ষণের ঘটনা যাতে না ঘটে, তাও নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। নারীর নিরাপত্তার স্বার্থে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যও নিতে হবে পদক্ষেপ। নারী নির্যাতন বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে সচেতন করার জন্যও নিতে হবে যথাযথ পদক্ষেপ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম