Logo
Logo
×

সম্পাদকীয়

গ্যাসের মূল্যবৃদ্ধির আয়োজন, বিনিয়োগের স্বার্থে বিরত থাকুন

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যাসের মূল্যবৃদ্ধির আয়োজন, বিনিয়োগের স্বার্থে বিরত থাকুন

রোববার রাজধানীর একটি হোটেলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা যেসব কথা বলেছেন, তা উদ্বেগজনক বৈকি। বক্তাদের মতে, দেশ জ্বালানি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। এমনিতেই নানা সংকটে রয়েছে শিল্পোদ্যোক্তারা। এরপরও গ্যাসের দাম দ্বিগুণ করার পরিকল্পনা করছে সরকার।

এ পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা দূরের কথা, পুরোনোগুলোকেও টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এমন একটা অবস্থায় গ্যাসের দাম দ্বিগুণ করতে চাচ্ছে সরকার, যখন অর্থনীতির ভঙ্গুর দশা কাটিয়ে ওঠার সুযোগ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে এবং সস্তা শ্রম না পাওয়ায় পোশাক উৎপাদন থেকে বেরিয়ে আসছে চীন। এ অবস্থায় তারা বাংলাদেশে তাদের কারখানাগুলো স্থানান্তর করতে চায়। চীন ছাড়াও এখানে আরও অনেক দেশ বিনিয়োগে আগ্রহী। বাইরের সব আগ্রহীকে স্বাগত জানাতে পারলে অর্থনীতি চাঙ্গা হতো বৈকি। কিন্তু আমরা তাদের স্বাগত জানাতে পারছি না। কারণ গ্যাসের দাম বাড়ানোর ফলে উৎপাদন খরচ এত বেশি হবে যে, বিনিয়োগাকারীদের তাতে পোষাবে না। দ্বিতীয়ত, গ্যাসের দাম বাড়লে দেশীয় উদ্যোক্তারাও পিছিয়ে পড়বেন। এর ফলে কমে যাবে ব্যবসা-বাণিজ্য। এর প্রতিক্রিয়ায় কর্মসংস্থানও তৈরি হবে না। অর্থাৎ দেশ পুরোপুরি আমদানিনির্ভর হয়ে পড়বে।

এমন এক প্রেক্ষাপটেই সেমিনারের আলোচকরা গ্যাসের দাম না বাড়ানোর কথা বলেছেন। দাম না বাড়িয়ে কিভাবে সিস্টেম লস কমানো যায়, তা ভাবতে হবে। গ্যাসের আমদানি মূল্য রিভিই করার কথাও বলা হয়েছে। আমরা আলোচকদের এ অবস্থান সমর্থন করি। বর্তমান অবস্থা এলডিসি থেকে উত্তরণে গ্র্যাজুয়েশনের অনুকূল নয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ ঝুলে আছে। একটি আইনশৃঙ্খলা ও অন্যটি অর্থনীতি। এ দুই পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারকে বদ্ধপরিকর হতে হবে। তা না হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে। বলা বাহুল্য, অর্থনীতির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় সম্পর্ক রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে না। সুতরাং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিনিয়োগ পরিস্থিতিও ভালো করতে হবে। আর সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অতি সতর্কতার সঙ্গে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম