Logo
Logo
×

সম্পাদকীয়

জুলাই হত্যাকাণ্ডের অপরাধী

সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই হত্যাকাণ্ডের অপরাধী

জুলাই বিপ্লবে নির্বিচার হত্যার মূল পরিকল্পনাকারীদের বেশির ভাগই দেশ ছেড়ে পালিয়েছেন। রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতারে আগ্রহ দেখায়নি পুলিশ ও গোয়েন্দারা। এসব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক-দেশবাসী এটাই দেখতে চান। ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের মন্ত্রী-এমপি এবং তাদের দোসরদের অনেকে নানা কৌশলে দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। কীভাবে তারা পালিয়ে গেলেন, তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে জনমনে প্রশ্নেরও শেষ নেই।

গত বছরের জুলাই-আগস্টে চলমান আন্দোলন কঠোর হাতে দমন করতে শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন নানা পরিকল্পনা চূড়ান্ত করা হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায়। সেখানে পুলিশের আইজি, গোয়েন্দা সংস্থার প্রধান, ডিএমপি কমিশনার, র‌্যাবের ডিজিসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকতেন। এমন ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরা এখন দেশের বাইরে অবস্থান করছেন এবং বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছেন-বিভিন্ন সূত্রে এসব খবর পাওয়া গেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার বিভিন্ন বক্তৃতা ও বিবৃতির জেরে দেশে এরই মধ্যে ঘটে গেছে বেশকিছু ঘটনা। তার বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। বস্তুত সাবেক এ প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার বিচার ও প্রত্যর্পণে নানামুখী চাপ আরও বাড়বে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকে এখন বিব্রতকর অবস্থায় পড়তে হবে। বাংলাদেশের জুলাই-আগস্টের সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার অফিসের অনুসন্ধান দলের প্রতিবেদন সম্পর্কে যুগান্তরের কাছে কূটনীতিক, চিফ প্রসিকিউটর, মানবাধিকারকর্মীসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজন বিশ্লেষক এমন মন্তব্য করেছেন। বিশেষজ্ঞরা মনে করেন, জাতিসংঘের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত বাধ্য। জুলাই বিপ্লবে নির্বিচার হত্যায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন-দেশে-বিদেশে অবস্থানকারী সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে, দেশবাসী এটাই দেখতে চায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম