Logo
Logo
×

সম্পাদকীয়

প্রতিবন্ধকতায় ব্যবসা-বাণিজ্য

উত্তরণে কার্যকর পদক্ষেপ জরুরি

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিবন্ধকতায় ব্যবসা-বাণিজ্য

নানা প্রতিবন্ধকতায় দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাণিজ্য খাত দিন দিন দুর্বল হয়ে পড়ছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করছেন। রোববার রাজধানীর মহাখালীতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে বক্তারা দুর্নীতিসহ ১৭টি চ্যালেঞ্জকে এ খাতের জন্য বাধা বলে উল্লেখ করেছেন।

উঠে এসেছে ব্যবসাভেদে সনদ গ্রহণের জটিলতার কথাও। এছাড়া বিগত সরকারের শাসনামলে সিপিডি পরিচালিত এ জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে ৬৬ শতাংশই আগামী দুই বছরের জন্য মূল্যস্ফীতিকে অর্থনীতির মূল ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছেন।

বস্তুত, ব্যবসা খাতকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরেই নানা সংস্কারের কথা সংশ্লিষ্টরা বলে আসছেন। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতার মতো নানা কারণে বিদেশি বিনিয়োগে আগ্রহ বাড়ছে না বলে চলতি বছরের গোড়াতেও মার্কিন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। পরিতাপের বিষয়, এসবই শুধু প্রতিবেদন, আলোচনা ও উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। সংকট কাটানোর লক্ষ্যে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিগত সরকার পতনের পর এ খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

তবে সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যে তা সম্ভব নয়, সে কথা বলাই বাহুল্য। তৈরি পোশাকশিল্পের কথা এক্ষেত্রে উল্লেখ না করলেই নয়। জুলাই অভ্যুত্থান পূর্ব ও পরবর্তী সময়ে পোশাক খাতে যে অস্থিরতা বিরাজ করছে, তা আজও নিরসন করা যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পোশাক শ্রমিকরা নানা দাবিতে ধর্মঘট কিংবা রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করছে। নিজেদের কারখানার অসন্তোষ আশপাশের প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝেও ছড়িয়ে দিচ্ছে। এতে একদিকে যেমন দাবি আদায় করতে গিয়ে শ্রমিকরা স্বাভাবিক কর্মঘণ্টার অপচয় ঘটিয়ে নিজেদেরই ক্ষতিসাধন করছে, তেমনি অস্থিরতার কারণে প্রতিষ্ঠানগুলো সময়মতো ক্রয়াদেশ মোতাবেক পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতারা এদেশ থেকে মুখ ফিরিয়ে অন্যত্র চলে যাচ্ছে। এর বিরূপ প্রভাব মালিক-শ্রমিক, সর্বোপরি দেশের অর্থনীতির ওপরই পড়ছে।

দেশের অর্থনীতির স্বার্থেই ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নজর দেওয়ার প্রয়োজন। বিশেষজ্ঞরা ব্যবসা-বাণিজ্যে বাধা অনুসন্ধান ও সমাধানের জন্য নিয়ন্ত্রক সংস্থা সংস্কার কমিশন করা, বিজনেস ফোরামের মাধ্যমে সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা, সরকারি ও বেসরকারি কার্যালয়ে ন্যায়পাল নিয়োগ, সরকারের সব সেবাকে ডিজিটাল করার ওপর জোর দিতে পরামর্শ দিচ্ছেন। সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি উত্তরণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এটাই প্রত্যাশা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম