অর্থ পাচারে ডলার সংকট, দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ জরুরি
সম্পাদকীয়
প্রকাশ: ২২ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশে যখন তীব্র ডলার সংকট বিরাজ করছে, তখন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সেমিনারে তিনি বলেছেন, বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বা ৯৩ হাজার কোটি টাকা পাচার হয়। এ কারণে দেশে ডলার সংকট দেখা দেয়। বস্তুত দেশ থেকে যে অর্থ পাচার হয়, তা মূলত ডলারের আকারেই পাচার হয়।
আর প্রতিবছর এর অঙ্কটি যদি হয় ৭ থেকে ৮ বিলিয়ন (৭০০-৮০০ কোটি) ডলার, তাহলে তা যে দেশে রিজার্ভ ঘাটতির কারণ হতে পারে, তা সহজেই অনুমেয়। তাই আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি, অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একইসঙ্গে আরও যে বিষয়টি জরুরি তা হলো কঠোরভাবে দুর্নীতি দমন করা। কারণ অর্থ পাচারের একটি বড় কারণ দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে অর্থ পাচার কমবে। দেশে যে দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের মধ্যে, সাম্প্রতিক সময়ে এর কিছু আলামত দেখা গেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনও বলেছেন, আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে। কাজেই দুর্নীতি ও অর্থ পাচার রোধে সরকারকে প্রকৃত অর্থেই কঠোর হতে হবে।
আমরা মনে করি, অর্থ পাচার রোধে ব্যাংকগুলোর সমন্বিত পদক্ষেপ দরকার। ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে। বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি। ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারা সঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থ পাচার হচ্ছে নানা পন্থায়। কীভাবে, কোন্ কোন্ চ্যানেলে অর্থ পাচার হচ্ছে, তা সঠিকভাবে চিহ্নিত করে পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইতঃপূর্বে নানা উদ্যোগ গ্রহণের পরও অর্থ পাচার বন্ধ করা যায়নি। এতে বোঝা যায়, এসব উদ্যোগের মধ্যে ফাঁক রয়ে গেছে। সেই ফাঁকগুলো বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। প্রতিবছর যে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তা যদি দেশে বিনিয়োগ হতো, তাহলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হতে পারত। দেশের সার্বিক উন্নয়নে এর প্রভাব পড়ত। বস্তুত অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য একটি বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। এ থেকে মুক্তির উপায় খোঁজা জরুরি। পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ ফেরত আনাটাও জরুরি।