Logo
Logo
×

সম্পাদকীয়

ঈদযাত্রায় যানজটের শঙ্কা

যাত্রীদের দুর্ভোগ কমানোর পদক্ষেপ নিন

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদযাত্রায় যানজটের শঙ্কা

প্রতি বছর ঈদের সময় ঘরমুখী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। অন্যান্য বছরের মতো এবারও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কর্তৃপক্ষ বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

এসব পদক্ষেপের ফলে এবারের ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হবে, এটাই এখন দেখার বিষয়। আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের ৪৬টি স্পটে যানজটে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

যেসব স্পটে যানজটের আশঙ্কা রয়েছে, সেসব স্পট ও আশপাশের এলাকার যানজট নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতে আমরা লক্ষ করেছি, ঈদযাত্রায় যানজটের মধ্যে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে।

এমন পরিস্থিতিতে বয়স্ক-শিশু ও নারী যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ কর্তৃপক্ষ সঠিকভাবে সামাল দিতে পারবে কিনা, এ নিয়ে এখনই যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এবার তুলনামূলক ভোগান্তি বেশি হবে উত্তরাঞ্চলের রুটগুলোয়। উত্তরাঞ্চলে যাওয়ার অন্যতম পথ এয়ারপোর্ট-টঙ্গী-গাজীপুর এবং এয়ারপোর্ট-আশুলিয়া-উভয় সড়কেরই অবস্থা ভালো নয়।

এয়ারপোর্ট-টঙ্গী-গাজীপুর রুটে বিআরটি প্রকল্পের কাজ চলমান। সাভার, নবীনগর, বাইপাইল ও চন্দ্রা এলাকায় স্বাভাবিক সময়েই যানজট থাকে। ঈদে তা তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ এবং এলেঙ্গা থেকে বগুড়া সড়কেও যানজটের আশঙ্কা রয়েছে।

পদ্মা সেতুর কারণে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্ন হবে বলে আশা করছে সরকার। সেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় টোল আদায়জনিত কারণে যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে কর্তৃপক্ষকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

পদ্মা সেতু উদ্বোধনের পর লক্ষ করা গেছে, কুয়াকাটায় পর্যটকের ভিড় বেড়েছে। গত ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এবারের ঈদের ছুটিতে যদি কুয়াকাটামুখী পর্যটকের ভিড় বাড়ে তাহলে তাদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেদিকে কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে।

যানজট ও সড়ক দুর্ঘটনার কারণে যাতে ঘরমুখী মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে না যায়, সে জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে সড়ক-মহাসড়কে যানজট সৃষ্টির আশঙ্কা থেকেই যায়।

এমন পরিস্থিতিতে সড়ক-মহাসড়কে যাতে ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অতীতে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে এবং প্রবেশমুখে অস্বাভাবিক যানজটের কারণে ঈদে ঘরমুখী মানুষকে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নিতে হবে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম