কেমন যুগান্তর চাই
পজিটিভ খবরকে গুরুত্ব দিন
মুহাম্মদ শফিকুর রহমান
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২৪ বছরে পা দেওয়ায় যুগান্তর পরিবারকে অভিনন্দন। শত বাধা পেরিয়ে একটি দৈনিকের পক্ষে ২৪ বছর টিকে থাকা সহজ নয়।
যুগান্তর সফল হয়েছে। পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। পাঠকদের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। আমি প্রথম সংখ্যা থেকেই যুগান্তরের পাঠক।
কিছু লেখাও এই পত্রিকায় আমার ছাপা হয়েছে। তাই পাঠক ও ফিচার পাতার লেখক হিসাবে যুগান্তরের ২৪ বছরে পা দেওয়ার এই আনন্দময় সময়টি আমার খুব ভালো লাগছে। তরুণদের নানা আবিষ্কার এবং ভালো ও সমাজকল্যাণমূলক কাজ নিয়ে একটি ফিচার পাতা চাই, যেটা প্রতি শনিবার ছাপা হলে ভালো হয়। নারীদের নিয়ে ক্রোড়পত্র সুরঞ্জনা প্রতি সপ্তাহে চাই। দেশে অনেক ভালো ও অনুপ্রেরণামূলক কাজ হচ্ছে। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এগুলো করছে। এ নিয়ে মাসে অন্তত একবার ‘পজিটিভ বাংলাদেশ’ নামে দুই পাতা বের করা যেতে পারে। পজিটিভ খবরকে যথাযথ ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন।
ক্যাম্পাস নামে একটি পাতা বের করা সময়ের দাবি। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অর্জনগুলো এই পাতায় থাকবে। পাশাপাশি প্রচুর অনুসন্ধানী প্রতিবেদন চাই-খবরের পেছনের খবর, মানুষের সমস্যার খবর। কবে কোন ক্রোড়পত্র প্রকাশ হয়, মাঝে মাঝে তার বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। যুগান্তর আরও যুগ যুগ ধরে পাঠকের ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক, এটাই প্রত্যাশা করছি।
মুহাম্মদ শফিকুর রহমান : পাঠক ও ফিচার লেখক