যুগান্তরের সাবেক কুমিল্লা প্রতিনিধি, চিত্রশিল্পী ও শিক্ষানুরাগী নওশাদ কবীরের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বুড়িচং উপজেলার ময়নামতির সিন্দুরিয়াপাড়া গ্রামে কবর জিয়ারত ও দোয়া, ময়নামতি সাহেবের বাজার আবিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। নওশাদ কবীর ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি সংবাদ সংগ্রহের জন্য দাউদকান্দি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। কুমিল্লা ব্যুরো।