আজ দ্য ডেইলি স্টারের কলামিস্ট এবং অধুনালুপ্ত ‘ফাস্ট নিউজ’-এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ বদরুল আহসানের পঞ্চম মৃত্যুবার্ষিকী। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে তিনি দীর্ঘদিন ব্যাংকটির ঢাকা ও দুবাই অফিসে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে ডেইলি স্টারে কলাম লেখা শুরু করেন এবং পত্রিকাটির ‘Cross Talk’ শীর্ষক কলামের লেখক ছিলেন। এছাড়া তিনি ‘Grameen Bank and Muhammad Yunus. In Search of a Nation. Tales from the Heart’ এবং ‘A Good Man in the Woods and Other Essays. Crosstalk Essays I The Parallax View' গ্রন্থেরও রচয়িতা। সংবাদ বিজ্ঞপ্তি।