মিয়ানমারে আমদানি-রপ্তানি
সরকারকে ট্যাক্স দিতে হয়, টাকা নিচ্ছে আরাকান আর্মিও: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে আরাকান আর্মির বিজু উৎসবে যোগ দেওয়াসহ যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে তার সবগুলো সত্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, টিকটক ভিডিও অনেকভাবে করা যায়। সবটা যে সত্য তা নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়। সীমান্ত পুরোপুরিভাবে সুরক্ষিত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বৈঠকে অন্যদের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১১ জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়; আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে। এ সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে। সীমান্ত পুরোভাবে রক্ষিত আছে।’
সম্প্রতি চট্টগ্রামের রাউজানে বেড়ে যাওয়া হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতলের সংমিশ্রণ। এখানকার সমস্যা অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন। আমরা এ ব্যাপারে আলাপ করছি, এখানে সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘যে ঘটনা ঘটে, সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দেবেন। তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, ঘটনা সত্য নয় কিন্তু প্রকাশ করে দেন। অনুসন্ধান করে দেখা যায়, ঘটনা সত্যি নয়, তখন অসুবিধা হয়। পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এর সুবিধাটা নেন। যেহেতু জানেন যে, তারা মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে। এক্ষেত্রে আমাদের সাংবাদিকদের একটি সুনাম রয়েছে। তারা সত্য সংবাদ পরিবেশন করেন।
