Logo
Logo
×

নগর-মহানগর

সিদ্ধান্ত পরিবর্তন

ফের আন্দোলনে ফিরছে পলিটেকনিক শিক্ষার্থীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৬ দফা দাবিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফের নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আন্দোলন স্থগিত করার ২৪ ঘণ্টার মধ্যে ফের সিদ্ধান্ত পরিবর্তন করেন আন্দোলনকারীরা।

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, পরবর্তী নির্দেশনা ও কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার (আজ) জানানো হবে। ইতোমধ্যে অনেক বিভাগীয় প্রতিনিধি ঢাকায় উপস্থিত হয়েছেন। বাকি বিভাগীয় প্রতিনিধিদের দ্রুত ঢাকায় উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে তারা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দেন।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর পক্ষ থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে আট সদস্যের কমিটি করা হয়েছে। তারা আমাদের কাছে তিন সপ্তাহ সময় চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ও কমিটির ওপর আস্থা রেখে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের অগ্রগতি না হলে আমরা আবারও আন্দোলনে নামব।

১৬ এপ্রিল ছয় দাবিতে সারা দেশের সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৭ এপ্রিল ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তাব পেয়ে কর্মসূচি শিথিল করেন তারা। কিন্তু উপদেষ্টা না থাকায় অতিরিক্ত সচিবের (কারিগরি অনুবিভাগ) সঙ্গে বৈঠক করলেও তা ব্যর্থ হওয়ায় সন্ধ্যার পর মশালমিছিল এবং ১৮ এপ্রিল জুমার পর মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। ১৯ এপ্রিল লাল কাপড় দিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর প্রধান ফটক ঢেকে দিয়ে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন এবং ২০ এপ্রিল মহাসমাবেশ কর্মসূচি পালন করেন তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম