
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ এএম
জুলাই অভ্যুত্থানের ঐক্যে ফাটল ধরলে দেশ বিলীন হয়ে যাবে: আবদুল হাই শিকদার

কুড়িগ্রাম ও ভুরুঙ্গামারী প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা পরিষদে শনিবার সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে -যুগান্তর
আরও পড়ুন
যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, জুলাই অভ্যুত্থানে যে ঐক্য সূচিত হয়েছিল জাতীয় জীবনে সে ঐক্যে যেন ফাটল না ধরে। যদি ফাটল ধরে তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা যেন শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধ, অসীমদের কথা ভুলে না যাই। আমাদের কিছু ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করা জরুরি। বিশ্বমানের একজন নেতার হাত ধরে আমরা যদি ক্ষুদ্র স্বার্থে দলাদলি করি, বিভক্ত হয়ে যাই-তাহলে দেশের উন্নয়ন বিঘ্নিত হবে। দীর্ঘ সময়ে দেশটি যতটা পিছিয়ে গেছে তার হাত ধরেই কেবল সম্ভব সেটা পুষিয়ে নেওয়া।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির উদ্বোধন উপলক্ষ্যে সময়নিষ্ঠা ও উন্নয়নবিষয়ক সম্মেলন-২৫ এ প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে শনিবার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর স্বপন মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সোহেল রানার পরিচালনায় সম্মেলনে আবদুল হাই শিকদার উপস্থিত শিক্ষার্থীসহ সবার উদ্দেশে বলেন, সময়নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায়ের প্রতি যত্নবান হলে জীবনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব। মোবাইল ফোনের ব্যবহার, তথাপ্রযুক্তির ব্যবহার বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন-তবে সেটার জন্য অন্য কাজের মতো সময় নির্ধারণ করতে হবে। তিনি নিজের অঞ্চল হিসাবে তার শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে নদীমাতৃক এ জেলার দুধকুমার, ফুলকুমার ও সালমারা নদীর কথা উল্লেখ করেন।
ব্যতিক্রমধর্মী এ সম্মেলনে নিবন্ধিত সাড়ে ৮শ শিক্ষার্থী, আড়াইশ শিক্ষক ও দেড়শ বিভিন্ন পেশাজীবী, প্রশাসনিক ব্যক্তিত্ব, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথি অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির উদ্বোধন, আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী। প্রধান আলোচক ছিলেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফকরুজ্জামান জেট-এর সভাপতিত্বে বক্তৃতা করেন-রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গামারী সার্কেল মাসুদ রানা, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার।
ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ও টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম বলেন, এ সম্মেলনের মূল লক্ষ্য হলো সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সময়নিষ্ঠার গুরুত্ব তুলে ধরা এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকে অগ্রসর করা। ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ একটি সময় সচেতনতাভিত্তিক সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে সামাজিক ও শিক্ষাগত পরিসরে সময়নিষ্ঠতা চর্চাকে উৎসাহিত করা।
যুগান্তর সম্পাদককে সংবর্ধনা : শনিবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়। ভুরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় যুগান্তর সম্পাদক বলেন, যুগান্তর দেশের পক্ষে কথা বলে। যা কিছু কল্যাণকর জনগণের মঙ্গল তার পক্ষে যুগান্তর। আলোকিত নতুন বাংলাদেশ বিনির্মাণে যুগান্তর নিরলস কাজ করে যাচ্ছে। কোনো দলবাজি নয় বরং সব অন্যায় অবিচার, দুর্নীতি, সন্ত্রাস নৈরাজ্যের বিপক্ষে যুগান্তর সরব। অনুষ্ঠানে ভুরুঙ্গামারীর কৃতী সন্তান আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে যুগান্তরের কুড়িগ্রাম জেলার উপজেলা প্রতিনিধিদের সঙ্গে সম্পাদক মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, চিলমারী প্রতিনিধি গোলাম মাহবুব, রৌমারী প্রতিনিধি এসএম সাদিক হোসেন, উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষ্মণ, নাগেশ্বরী প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ভুরুঙ্গামারী প্রতিনিধি আরমান আলী ও রাজারহাট প্রতিনিধি এনামুল হক।