
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:০০ এএম

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বগুড়ার শিবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী পরিচয়ে মহাস্থান জাদুঘরের নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে মারধর এবং কাস্টোরিয়ানসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরির (জিডি) ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ এর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, কেউ এনসিপি নেতাকর্মীর নাম ভাঙিয়ে কাউকে মারধর করলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বগুড়ার একটি পাঁচতারকা হোটেলে এনসিপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর অতিথি ছিলেন। ওই অনুষ্ঠানে যোগ দিতে আসা কয়েকজন তরুণ ও এনসিপি নেতা তানভীর নির্ধারিত সময়ের পর মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল পরিদর্শনে যান। নির্ধারিত সময়ের পর তারা যান এবং দরজা খুলে দিতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। বুধবার প্রত্নতাত্ত্বিক জাদুঘরটির কাস্টোরিয়ান রাজিয়া সুলতান তার করা জিডিতে উল্লেখ করেন, সরকারি সিদ্ধান্তে রমজানে মহাস্থান জাদুঘর ও মহাস্থান প্রত্নস্থল বেলা ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। ওই নির্দেশনা অনুযায়ী বিকাল সাড়ে ৪টার পর জাদুঘর, জাহাজঘাটা ও গোবিন্দভিটাসহ প্রত্নস্থলগুলো বন্ধ হয়ে যায়। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এনসিপির পরিচয়ে ২০-২৫ জন ব্যক্তি প্রত্নস্থল জাহাজঘাটার মূল ফটকে আসেন। তাদের মধ্যে একজন তাকে (কাস্টোরিয়ান) ফোন দেন এবং জাহাজঘাটায় প্রবেশের অনুমতি চান। জাদুঘর থেকে জাহাজঘাটা একটু দূরে হওয়ায় চাবি আনতে পাঁচ মিনিটের মতো দেরি হয়। ফটক খুলে দেওয়ার পর তারা ভেতরে প্রবেশ ও ক্ষিপ্ত হয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে জখম করেন। মারধর শেষে কিছু বুঝে ওঠার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মোবাইল ফোনে তাকে (কাস্টোরিয়ান) ও জাদুঘরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা তানভীর বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, তিনি ও তার কয়েকজন কর্মী নির্ধারিত সময়ের আগে বিকাল ৪.০২ মিনিটে জাহাজঘাটা প্রত্নস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। ৪২ মিনিট দাঁড়িয়ে থাকার পর নিরাপত্তাকর্মী চাবি নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। তিনি গাড়িতে বসে থাকার সময় ওই নিরাপত্তাকর্মী ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আগে দেশ ভালো ছিল, ৫ আগস্টের পর দেশ খারাপ হয়েছে।’ এরপরও তার সঙ্গে কোনো অসদাচরণ করা হয়নি। বরং তার আত্মীয় অসুস্থ থাকার কথা শুনে তিনি তার হাতে দুই হাজার টাকা তুলে দেন। এরপরও এনসিপির লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা মারধরের সাধারণ ডায়েরি করা হয়েছে। তানভীর আরও বলেন, এনসিপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না। তাদের সংগঠনের কেউ সন্ত্রাসী নন। আমরা কাউকে ভয় দেখানো বা মারধরে বিশ্বাসী নই। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক সাইফুর রহমান বলেন, অজ্ঞাত ব্যক্তি একটি সংগঠনের নাম ব্যবহার করে নির্ধারিত সময়ের পর প্রত্নস্থল জাহাজঘাটায় প্রবেশ করতে চেয়েছিলেন। বাধা দেওয়ায় তারা নিরাপত্তাকর্মীকে মারধর করেছেন। কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন। আমরা কাউকে না চেনায় অজ্ঞাতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী জিডি (সাধারণ ডায়েরি) করেছি।