জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩
বরিশালে দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল * সিলেটে মিছিলকারী ছাত্রলীগ নেতাকর্মী শনাক্ত, গ্রেফতার ১ * লালপুরে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল * স্বরূপকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নাজেহাল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বুধবার লাল পতাকা হাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। এ সময় সৌধ এলাকা থেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বরিশালে দেশবিরোধী পোস্টার সাঁটানোর সময় নাশকতার আশঙ্কায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সিলেটে মিছিলকারী ছাত্রলীগ নেতাকর্মী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে। নাটোরের লালপুরে ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নাজেহাল হয়েছেন এক মুক্তিযোদ্ধা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার ও আশুলিয়া (ঢাকা) : বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন-মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাজীপুরের গাজী আহাম্মদ হোসেন চাকলাদারের ছেলে সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলার মৌটুপি এলাকার ইছাহাক জমাদ্দারের ছেলে শহিদুল ইসলাম ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার আব্দুল জব্বারের ছেলে সোহেল পারভেজ।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে কয়েকজন লাল পতাকা হাতে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েক জনকে মারধর করে। পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে তিনজনকে আটক করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, পাঁচ-ছয়জন জাতীয় স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। এ সময় তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
বরিশাল : দেশবিরোধী পোস্টার সাঁটানোর সময় নাশকতার আশঙ্কায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার গভীর রাতে বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। আটক দুইজন আগে দায়ের হওয়া চারটি মামলার আসামি। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেফতার এনায়েত ও রাকিব বরিশাল ছাত্রলীগের কর্মী এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী।
সিলেট : সিলেটে ভোরে ঝটিকা মিছিল বের করা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজুর রহমান জাবের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সতপুর ইউনিয়নের বর্ণি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি বর্ণি সতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। রোববার ভোর ৫টার দিকে কোতোয়ালি থানার নাইওরপুল এলাকায় একটি মিছিল বের হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
লালপুর (নাটোর) : লালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর থানার পাশে চরজার্জিরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতির ছেলে সৌরভ ইসলাম। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পিরোজপুর : স্বরূপকাঠি উপজেলায় একজন মুক্তিযোদ্ধা তার বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্থানীয় এক সাংবাদিকের তোপের মুখে পড়েন। উপজেলা সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওই অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হেসেন বক্তৃতা করছিলেন। আর এ সময়ই ঘটে এ ঘটনা।
