
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৪ এএম
গণঅধিকার নেতা রাশেদের দাবি
আ.লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না
সব দল মিলে আ.লীগকে নিষিদ্ধ করুন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণস্বাক্ষরতা ও অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান -যুগান্তর
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণহত্যার বিচারের আগে দেশে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। সব রাজনৈতিক দলকে ডেকে সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব দিয়ে তিনি বলেন, না হলে ধরে নেব যে তিনি (প্রধান উপদেষ্টা) আসলে আওয়ামী লীগের পথেই হাঁটছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) ঘেরাও করা হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সংগঠনটির গণস্বাক্ষরতা ও অবস্থান কর্মসূচিতে তিনি এমন দাবি করেন।
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আরও বলেন, সেনাবাহিনীকে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন, তারা মূলত আর একটি ‘১/১১’ ফিরিয়ে আনতে চান। ১/১১ এলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দল। কোনোভাবেই আর একটি ‘১/১১’ বাংলাদেশে আনা যাবে না।
গণ-অভ্যুত্থানে কি সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না প্রশ্ন রেখে রাশেদ খান বলেন, সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত, কোনো গণ-অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আগামী নির্বাচন নিরপেক্ষ করতে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাশেদ তিনি বলেন, বাংলাদেশে যে অনৈক্য সৃষ্টি হয়েছে, এর মূল মাস্টারমাইন্ড হলো মাহফুজ আলম। ক্ষমতায় থেকে তারা রাজনৈতিক দল গঠন করেছেন। তাই এখন আর ছাত্রদের নিরপেক্ষ বলা যায় না। আমরা তাদের বলব, আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে এনসিপিতে যোগদান করুন। আপনারা যদি ক্ষমতায় থাকেন তাহলে আগামীতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। রাশেদ আরও বলেন, আমরা বলেছিলাম-শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। এখন বলতে চাই-এ দুজন ছাত্র উপদেষ্টা সরকারে থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই তাদের আহ্বান করব, আপনারা পদত্যাগ করুন। সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করুন এবং আপনাদের নতুন দলে যুক্ত হন।