
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
প্রশাসনে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ জন উপসচিব। এর মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের ১৪৪ জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। আগের ব্যাচের বঞ্চিত ৩ জন উপসচিব পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত বাকি ৪৯ জন উপসচিব হিসাবে ক্যাডারপুলভুক্ত ও সদ্যবিলুপ্ত ইকনোমিক ক্যাডারের কর্মকর্তা। এবারের পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের ২০০ জন কর্মকর্তা বঞ্চিত হয়েছেন। এ বঞ্চনার তালিকায় ওই ব্যাচের অনেক মেধাবী কর্মকর্তাও রয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা আদেশে বিগত সরকারের সময়ের ডিসি, মন্ত্রী ও সরকারের উপদেষ্টাদের একান্ত সচিবদের (পিএস) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া শেখ হাসিনা আমলের প্রভাবশালীদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমানের পিএস আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা একেএম মনিরুজ্জামান, সাবেক ডিসি সাহেলা আক্তার, শ্রাবন্তী রায় ও অলিউর রহমান। এছাড়া পদোন্নতি পেয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টার পিএস আবুল হাসান, খাদ্য উপদেষ্টার পিএস মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং স্বাস্থ্য উপদেষ্টার পিএস ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এছাড়াও রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের পিএস কামরুল হাসান। আবার বিগত সময়ে ৫-৬ বার উপসচিব পদে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদেরও বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার নিরপেক্ষভাবে যুগ্মসচিব পদে পদোন্নতি নিশ্চিত করতে পারেনি। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুজন বিদেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।
পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
যুগ্ম সচিব পদে পদোন্নতি
শামীম আহমেদ (৬৬৮৭), মো. জাকির হোসেন (১৫২৪২), মো. আব্দুল হালিম (১৫২৮১), মো. আবুল আমিন (১৫৫০৭), ড. মো. ফরিদুর রহমান (১৫৫০৯), মোহাম্মদ কবির উদ্দীন (১৫৫১০), মুফিদুল আলম (১৫৫১৭), মো. তরিকুল ইসলাম (১৫৫২০), মোহাম্মদ সালাহ্উদ্দিন (১৫৫২১), মোহাম্মদ ইসমাইল হোসেন (১৫৫২৭), কাজী মাহবুবুর রশিদ (১৫৫২৮), মো. আনোয়ার ইমাম (১৫৫৩০), মো. রুহুল আমিন (১৫৫৩১), মোহাম্মদ আব্দুল আওয়াল (১৫৫৩২), আইনুর আক্তার পান্না (১৫৫৩৪), আহমেদ জামিল (১৫৫৩৮), আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ (১৫৫৪০), মো. লোকমান হোসেন (১৫৫৪৩), মো. সাবেত আলী (১৫৫৪৫), মো. অহিদুল ইসলাম (১৫৫৪৬), মাহবুবা আইরিন (১৫৫৪৮), মো. মিজানুর রহমান (১৫৫৫২), এ কে এম মনিরুজ্জমান (১৫৫৫৪), খন্দকার সাদিয়া আরাফিন (১৫৫৫৭), সৈয়দ ফরহাদ হোসেন (১৫৫৫৮), মোস্তাক আহমেদ (১৫৫৬০), মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (১৫৫৬১), মো. মুস্তাফিজুর রহমান (১৫৫৬৪), কামরুল হাসান (১৫৫৭১), মো. মাসুদ হোসেন (১৫৫৭২), শারাবান তাহরা (১৫৫৭৩), আশরাফুর রহমান (১৫৫৭৫), মোহা. আমিনুর রহমান (১৫৫৭৮), শাব্বির ইকবাল (১৫৫৮০), খন্দকার ইসতিয়াক আহমেদ (১৫৫৮১), সাহেলা আক্তার (১৫৫৮৫), মোহাম্মদ মোহসীন উদ্দিন (১৫৫৮৬), বদরুল হাসান লিটন (১৫৫৮৮), জিয়া আহমেদ সুমন (১৫৫৯০), মো. অলিউর রহমান (১৫৫৯২), মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন (১৫৫৯৪), জেসমিন পারভীন (১৫৫৯৭), মো. আব্দুর রহমান (১৫৫৯৮), মো. হেলাল উদ্দীন (১৫৫৯৯), মুহাম্মদ আরিফুল ইসলাম (১৫৬০৫), মোছা. জেসমিন আক্তার (১৫৬০৮), নুরজাহান খানম (১৫৬১৫), মোহাম্মদ মাহিদুর রহমান (১৫৬১৬), জান্নাতুল ফেরদৌস (১৫৬১৭), শেখ জাহিদুল ইসলাম (১৫৬২১), মোসা. রোকেয়া পারভীন (১৫৬২৩), সনজীদা শরমিন (১৫৬২৪), রেবেকা খান (১৫৬২৬), আবুল হায়াত মো. রফিক (১৫৬২৮), মোহাম্মদ আশরাফুল আলম খান (১৫৬৩১), ফরিদা ইয়াসমিন (১৫৬৩৪), মো. মুনিরুজ্জামান (১৫৬৩৭), মোহাম্মদ জহিরুল ইসলাম (১৫৬৩৮), মোহাম্মদ রাশেদ ওয়াসিফ (১৫৬৩৯), মনিরা বেগম (১৫৬৪২), মো. জসিম উদ্দীন (১৫৬৪৫), কামরুজ্জামান (১৫৬৫১), মোহাম্মদ রাশেদুল ইসলাম (১৫৬৫৩), মোহাম্মদ মোজাম্মেল হক (১৫৬৫৪), ফরিদা সুলতানা (১৫৬৫৮), মনোয়ার হোসেন মোল্লা (১৫৬৬১), মো. কামরুল হাসান (১৫৬৬৩), মুহাম্মদ আসাদুল হক (১৫৬৬৪), মনোয়ারা বেগম (১৫৬৬৬), মো. আবু আউয়াল (১৫৬৬৭), মো. আবুল হাসান (১৫৬৬৮), মুহম্মদ কামরুজ্জামান (১৫৬৬৯), সুলতানা রাজিয়া (১৫৬৭০), মো. শাহীন হোসেন (১৫৬৭১), মোহাম্মদ সাইফুল ইসলাম (১৫৬৭৪), শারমিনা হাসিন (১৫৬৭৮), মো. আব্দুস সামাদ (১৫৬৮৩), সুফিয়া আক্তার রুমী (১৫৬৮৬), মো. শফিউল ইসলাম (১৫৬৮৯), হোসনা আফরোজা (১৫৬৯০), মোহাম্মদ জিল্লুর রহমান খান (১৫৬৯৩), কাজী জিয়াউল বাসেত (১৫৬৯৪), আয়েশা আক্তার (১৫৬৯৫), জেসমিন আক্তার (১৫৬৯৬), মোহাম্মদ আবুল খায়ের (১৫৬৯৭), মাহবুবা বিলকিস (১৫৭০০), মোহাম্মদ সাইফুল হাসান (১৫৭০১), মোছা. রোখছানা বেগম (১৫৭০৬), সাবভীনা মনীর চিঠি (১৫৭০৭), তানভীর আহমেদ (১৫৭১১), ছানিয়া আক্তার (১৫৭১২), ইসরাত জাহান (১৫৭১৪), মো. আহসান হাবিব (১৫৭১৫), মো. আশরাফুল মমিন খান (১৫৭১৯), সাজিয়া আফরীন (১৫৭২০), মো. আশরাফুল ইসলাম (১৫৭২২), জন্নাতুন নাঈম (১৫৭২৭), মোছা. ইয়াসমিন আক্তার (১৫৭২৮), কাওসার জাহান (১৫৭৩০), শাহানা আখতার জাহান (১৫৭৩১), মোসা. রাবেয়া আকতার (১৫৭৩৩), ড. চিত্রলেখা নাজনীন (১৫৭৩৪), মোহাম্মদ মনসুর উদ্দিন (১৫৭৩৬), মুহাম্মদ আশরাফ হোসেন (১৫৭৩৭), চৌধুরী মোয়াজ্জেম আহমদ (১৫৭৩৮), মোছাম্মাৎ ফারহানা রহমান (১৫৭৪০), রওনক আফরোজা সুমা (১৫৭৪১), ফৌজিয়া খান (১৫৭৪২), সামিহা ফেরদৌসী (১৫৭৪৩), রায়হানা ইসলাম (১৫৭৪৬), কে এম মামুন উজ্জামান (১৫৭৪৭), উদয়ন দেওয়ান (১৫৭৪৯), নাছিমা খানম (১৫৭৫৩), মোছা. রুখসানা রহমান (১৫৭৫৪), মোছা. তাছলিমা খাতুন (১৫৭৫৭), আলমগীর হুছাইন (১৫৭৬০), শ্রাবস্তী রায় (১৫৭৬৬), নুসরাত আইরিন (১৫৭৭০), মিলিয়া শারমিন (১৫৭৭২), শরীফ নজরুল ইসলাম (১৫৭৭৬), মো. হেলালুজ্জামান সরকার (১৫৭৭৯), এইচ এম খালিদ ইফতেখার (১৫৭৮১), মোছা. নাজমুন নাহার (১৫৭৮২), ড. মোহাম্মদ আশরাফুল আলম (১৫৭৯৫), মোহাম্মদ নাজমুল হক (১৫৭৯৮), মুহাম্মদ আনিসুর রহমান (১৫৮০২), মাকসুদা ইয়াসমিন (১৫৮০৫), সাইফুর রহমান খান (১৫৮০৭), এস এম মাজহারুল ইসলাম (১৫৮০৯), হাছিনা আক্তার (১৫৮১৫), রেবেকা সুলতানা (১৫৮২২), নূরুল ইসলাম (১৫৮২৭), আফরোজা আকতার চৌধুরী (১৫৮৩১), ব্রেনজন চাম্বুগং (১৫৮৩৪), মোহাম্মদ মাহবুব আলম (১৫৮৩৫), মোহাম্মদ শফিউর রহমান (১৫৮৪১), আবু রাফা মোহাম্মদ আরিফ (১৫৮৪৩), ফারজানা সিদ্দিকা (১৫৮৪৪), একেএম সরোয়ার জাহান (১৫৮৪৮), মোছা. নাছিমা খাতুন (১৫৮৪৯), মো. হাসানুজ্জামান (২০৪১৬), জাহান আরা (২০৪১৯), আবুল বাকের মো. তৌহিদ (২০৪২০), মোহাম্মদ নাজমুল আহসান (২০৪২২), এইচ. এম. মনিরুজ্জামান (২০৪২৩), ড. মো. সাইফুর রহমান (২০৪২৪), শামীমা আকতার (২০৪২৬), শিরিন আখতার (২০৪২৯), মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী (২০৪৩০), ফাতেমা বেগম (২০৪৩১), উম্মে সায়মা (২০৪৩২), আসমা নাসরীন (২০৪৩৩), মোহাম্মদ মেহেদী হাসান (২০৪৩৪), আহমেদ শিবলী (২০৪৩৫), মো. মাজেদুর রহমান (২০৪৩৬), তওহীদ আহমদ সজল (২০৪৩৭), মো. কোরবান আলী (৭৯০৯), কাজী আব্দুর রায়হান (৭৯১০), মো. আরমান হায়দার (৭৯১২), সালমা পারভীন (৭৯২৩), মো. আব্দুল বাতেন ফকির (৭৯২৮), সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন (৭৯২৯), মো. মনজুরুল ইসলাম (৭৯৪২), মো. শফিক উদ্দিন (৭৯৪৩), মো. মাহফুজার রহমান (৭৯৪৪), মো. কাওছারুল ইসলাম সিকদার (৭৯৪৭), ধরিত্রী কুমার সরকার (৭৯৪৮), মো. কামাল হোসেন (৭৯৫৩), এ. বি. এম আবদুল হালিম (৭৯৫৫), সুমন বড়ুয়া (৭৯৫৮), কাজী নাজিমুল ইসলাম (৭৯৬২), আবুল কালাম আজাদ (৭৯৬৩), মাসুদা খাতুন (৭৯৬৬), শারকে চামান খান (৭৯৬৭), আবুল ফাতাহ মো. বলিগুর রহমান (৭৯৬৯), লায়লা আখতার (৭৯৭৯), জেসমীন আকতার (৭৯৮৪), কাজী কামরুল আহছান (৭৯৮৫), ড. এএফএম আমীর হোসেন (৭৯৮৭), মো. আতিকুল ইসলাম (৭৯৮৮), শাহীন আক্তার (৭৯৮৯), এ কে এম ফজলুর রহমান (৭৯৯১), তানজিলা খানম (৭৯৯৪), মো. মাহবুবুর রহমান (৭৯৯৫), বিধান বড়াল (৭৯৯৬), মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার (৭৯৯৯), মো. জেহাদ উদ্দিন (৮০০৩), সাব্বীর আহমদ (৮০০৮), মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী (৮০০৯), আছমা সুলতানা (৮০১০), মো. আ. আলীম খান (৮০১১), মুস্তাফিজুর রহমান (৮০১২)।