
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১২:২৬ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে বুধবার লাইনচ্যুত কনটেইনার ট্রেন -যুগান্তর
আরও পড়ুন
রেলওয়ে গেটকিপারদের আন্দোলন ক্রমশ দানা বাঁধছে। তাদের দাবি, চাকরি স্থায়ীকরণ। ২৪ মার্চের মধ্যে চাকরি স্থায়ীকরণের ঘোষণা দেওয়া না হলে-ঈদযাত্রার প্রথম দিন (২৪ মার্চ) থেকেই একযোগে সারা দেশে রেলপথ অবরোধ ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন গেটকিপাররা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ দাবিতে রেল ভবনের প্রধান গেট ও ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গেটকিপাররা। এদিকে কমলাপুর রেলস্টেশনে বুধবার কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে পৌনে ২ ঘণ্টা ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
গেটকিপারদের আন্দোলন প্রসঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য, রেলের নির্দিষ্ট প্রকল্পে এদের অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। বেতন নিশ্চিত করা হয়েছে। চাকরি স্থায়ীকরণ সময়সাপেক্ষ বিষয়। আলোচনার সাধ্যমে সমাধান হতে পারে-যাত্রী জিম্মি করে নয়। কর্মবিরতির মধ্য দিয়ে নয়।
এ প্রসঙ্গে বুধবার বিকালে রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন যুগান্তরকে বলেন, যারা মানববন্ধন কিংবা বিক্ষোভ করছেন তাদের দাবির প্রতি আমরা সব সময়ই পজিটিভ। অস্থায়ীভিত্তিতে চাকরি করছেন তারা। তাদের বেতন নিশ্চিত করা হয়েছে। এখন চাকরি স্থায়ীকরণ বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনার পথ খোলা রয়েছে। কিন্তু, তারা হঠাৎ কর্মবিরতির হুমকি দিচ্ছেন। এমনটা হলে ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটবে। আমরা তাদের বলেছি, ঈদের পরে এ বিষয়ে আলোচনা হবে। ঈদযাত্রার আগে কোনোক্রমেই যেন কর্মবিরতির মতো কর্মসূচি পালন না করে। আশা করি তারা এমনটা মেনে নেবেন।
এদিকে বুধবার সকাল সাড়ে ১০টায় রেল ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধনের পর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। এদিকে ঘরমুখো মানুষ ২৪ মার্চ রেলপথে ঈদযাত্রা শুরু করবেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে সেদিন থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত গেটকিপার/গেটম্যানরা। এর আগেও রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা নানা ইস্যুতে পুরো রেলে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেন। এমন কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঈদযাত্রায় এমন পরিস্থিতি হলে-যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।
বিক্ষোভকারীরা জানান, গেটকিপার/গেটম্যানরা দাবি আদায়ে গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। ওইদিন তৎকালীন রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন রেলওয়ের মহাপরিচালক সিদ্ধান্ত দেন, রেলওয়ে পূর্ব এবং পশ্চিম অঞ্চলের প্রকল্পের এক হাজার ৪০৫ জন গেটকিপার ও গেটম্যানের চাকরি স্থায়ীকরণের দাবি যুক্তিসঙ্গত। বৈঠকে গেটকিপার/গেটম্যানের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, তারা যেহেতু দীর্ঘ আট বছর রেলওয়েতে চাকরি করে অভিজ্ঞ, এ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় আদেশ জারি করবে। মানববন্ধনে তারা আরও বলেন, গত বছরের ১ নভেম্বর আমাদের অফার লেটার হাতে দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি।
কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন : কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখে কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে পৌনে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর ১টা ৪০ মিনিটে লাইন ক্লিয়ার করা হলে ঢাকার সঙ্গে সারা দেশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। কমলাপুর স্টেশন এলাকার খিলগাঁও রেলগেট থেকে স্টেশনে প্রবেশমুখে কনটেইনারটি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত একটি কনটেইনার বগি লাইন থেকে সরে গিয়ে পাশের আরেকটি লাইনে ছিটকে পড়ে। ওই সময় পাশের লাইনে থাকা তেলবাহী এক কনটেইনারে ধাক্কা দেয়।