Logo
Logo
×

নগর-মহানগর

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল বিএনপি সংঘর্ষ

সিংড়ায় বিএনপি নেতাসহ আহত ৭ * কালীগঞ্জে বিএনপি নেতার ওপর ছাত্রদলের হামলা, গ্রেফতার ৬ * বাঘায় ধাওয়া-পালটাধাওয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল বিএনপি সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় একটি বাস কোম্পানির অর্ধশতাধিক বাসের পার্কিংস্ট্যান্ডকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাটোরের সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ সাতজন আহত হয়েছেন। গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতার ওপর ছাত্রদলের হামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ছাত্রদলের ছয় নেতাকর্মী। বাঘায় চালের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : শনিবার রাতে মৌচাক মুক্তাঝিল আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয়। পার্কিংস্ট্যান্ডে পার্ক করতে যাওয়ার সময় নীলাচল নামের বাস কোম্পানির একটি বাসের ধাক্কায় মুক্তাঝিল এলাকার একটি মসজিদের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী নীলাচল বাসের কর্তৃপক্ষকে বাসের পার্কিংস্ট্যান্ড সরিয়ে নিতে বলেন। এ সময় তাদের মধ্যে সমঝোতা হয় ২২ এপ্রিলের মধ্যে পার্কিংস্ট্যান্ডটি সরিয়ে নিতে। এরপর শনিবার মধ্য রাতে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হন। সিংড়া (নাটোর) : সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে স্থানীয় বিএনপি নেতাসহ সাতজন আহত হয়েছেন। শনিবার রাতে তারাবির নামাজ শেষে উপজেলার ইন্দ্রাসুন গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইটালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নবীর উদ্দিন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন-স্থানীয় ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, যুবদল কর্মী মোতালেব হোসেন, ইটালী ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মানিক-উদ-জামান হিটলার, আওয়ামী লীগ কর্মী বাচ্চু মোল্লা, বাদশা মোল্লা ও বেলাল মোল্লা। 

কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে মসজিদে সুদের বয়ান দেওয়ায় ইমামের পক্ষে কথা বলায় বিএনপি কর্মীদের ওপর দুই দফায় হামলা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথম দফায় হামলার পর আহতরা চিকিৎসা নিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা জরুরি বিভাগে ঢুকে দ্বিতীয় দফায় মারধর করে। এ ঘটনায় প্রায় ৩ ঘণ্টা হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। পরে কালীগঞ্জ থানার পুলিশ বিভিন্ন অপকর্মের দায়ে রোববার ভোররাতে ছাত্রদলের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারদের ছাড়িয়ে নিতে নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত থানার সামনে স্লোগান দিতে থাকেন। এতে করে থানার প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। গ্রেফতারদের রোববার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

বাঘা (রাজশাহী) : বাঘায় ঈদ উপলক্ষ্যে ১০ কেজি করে চালের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুরে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের মধ্যে এ ধাওয়া-পালটা ধাওয়া হয়। পরে আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকরা বিক্ষোভ করেন।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম