Logo
Logo
×

নগর-মহানগর

সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিবি পুলিশ পরিচয়ে সশস্ত্র ডাকাতদল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ এলাকায় শনিবার একটি মাইক্রোবাস থামিয়ে ডাকাতি করেছে। এ সময় ওই মাইক্রোবাসে থাকা দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বেসরকারি কোম্পানির প্রায় এক কোটি ১০ লাখ টাকা লুট করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতে দিবা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. নাজিম উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

রাজধানীর ভাটারায় ‘দিবা এন্টারপ্রাইজ’-এর হেড অফিস অবস্থিত। ম্যানেজার মো. নাজিম উদ্দিন ও মাইক্রোবাসচালক মামুন শেখ শনিবার দুপুরে মতিঝিল জীবনবীমা ভবনের সিটি ব্যাংকের করপোরেট শাখা থেকে এক কোটি ১০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে তিনি একটি মাইক্রোবাসযোগে চাঁদপুরের দিবা এন্টারপ্রাইজ শাখার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে অজ্ঞাতনামা ৬ সদস্যের একটি সশস্ত্র ডাকাতদল তাদেরকে থামিয়ে এক কোটি ১০ লাখ টাকা ও অন্য জিনিসপত্র নিয়ে যান।

নাজিম উদ্দিন বলেন, তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় তার স্বাক্ষর করা চেকের মাধ্যমে তারা টাকা উত্তোলন করেছিলেন। এটা করা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, ভুক্তভোগী কেউ আমাদের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হবে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম জানান, আমি ছুটিতে থাকায় এ বিষয়ে বিস্তারিত তেমন কিছু বলতে পারছি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম