Logo
Logo
×

নগর-মহানগর

জুলাই আন্দোলনে হামলা

ছয় ঘণ্টা পর মুক্ত প্রাণ গোপালের অবরুদ্ধ মেয়ে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) চিকিৎসক ডা. অনিন্দিতা দত্তকে ছাত্র-জনতা ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর সেনাবাহিনী উদ্ধার করে বাসায় পৌঁছ দিয়েছেন। রোববার দুপুরের পর সেনাসদস্যরা তাকে ধানমন্ডির বাসায় পৌঁছে দেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন।

ব্রিগেডিয়ার জেনারেল মোছলেহ উদ্দীন বলেন, ‘দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর সদস্যরা ডা. অনিন্দিতা দত্তকে বাসায় পৌঁছে দিয়েছেন। আমি যতদূর জেনেছি আমাদের প্রশাসন আর্মি কল করেছিল। এছাড়া পুলিশও এসেছিল ঘটনাস্থলে। পরে সেনাবাহিনীর সদস্যরা ওই চিকিৎসককে হাসপাতাল থেকে বের করে ধানমন্ডি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।

এর আগে সকালে অফিসে আসার পর থেকে এক দল লোক আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে অনিন্দিতা দত্তকে ক্যানসার ভবনে তার কার্যালয়ে আটকে রেখেছিলেন। দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ যুগান্তরকে বলেন, ডা. অনিন্দিতা দত্ত এখানে চাকরি করেন। তাদের বাড়ি কুমিল্লায় একটি পারিবারিক মামলা বা অনুরূপ ঝামেলা একদল লোক আজ তাকে এখানে অবরুদ্ধ করার চেষ্টা করে। মিডিয়াও নিয়ে এসেছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে নিরাপত্তা দিয়ে রাখে। পরে আর্মি এসে বাসায় পৌঁছে দেয়। ওই সময় রেজিস্ট্রার স্যার উপস্থিত ছিলেন, তিনি ভালো বলতে পারবেন। পরে রেজিস্ট্রার ডা. নজরুল ইসলামকে মুঠোফোনে কল করা হলে তিনি সাড়া দেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম