সাত কলেজের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত গঠিত কমিটির সদস্যদের বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। এ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
তবে ইউজিসির কর্মকর্তারা বলছেন, নামকরণ চূড়ান্ত হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব প্রক্রিয়া শেষ করে শিক্ষা কার্যক্রম শুরু করতে আরও পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে। ফলে ২০৩১ সালের আগে নতুন নামে এ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরুর কোনো সম্ভাবনা নেই। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, ইউজিসি চেয়ারম্যান রোববার সকালে সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেছেন। এ নাম চূড়ান্ত।
কবে নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে জামাল উদ্দীন বলেন, মাত্র তো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাশ করে তবেই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে কীভাবে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চলবে-এমন প্রশ্নে তিনি বলেন, চলতি বছরও ঢাবির অধীনে অনার্সে ভর্তি করা হবে। ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই সাত কলেজের কার্যক্রম চালাবে। এর আগে রোববার সকাল ১০টায় ইউজিসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত এ বৈঠক চলে। সেখানে নাম ঠিক হওয়ার পর কীভাবে চলবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে আরও সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।