Logo
Logo
×

নগর-মহানগর

প্রতিবাদ সভায় বক্তারা

ফারুকীর মতো ফ্যাসিস্ট পদত্যাগ না করলে ধ্বংস হবে শিল্প-সংস্কৃতি

Icon

যুগান্তর প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মতো নব্যফ্যাসিস্ট পদত্যাগ না করলে শিল্প-সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে ফারুকীকে পদত্যাগ করতে হবে আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের কাছে তিনি কোনো টাকা চাননি সেই প্রমাণও তাকে দিতে হবে। ফারুকীর বিরুদ্ধে অনৈতিক আবদার, অযাচিত হস্তক্ষেপ ও অসহযোগিতার অভিযোগ এনে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ পরবর্তী প্রতিবাদ সভায় এসব বলেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

‘গণঅভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা, আমলাতন্ত্রের সঙ্গে আপস না, শিল্পকলার স্বায়ত্তশাসন নিশ্চিত করো, সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালক হিসাবে পুনর্বহাল করো-প্রতিপাদ্যে বিক্ষুব্ধ শিক্ষার্থী-শিল্পী-নাগরিকবৃন্দ’র ব্যানারে রোববার বিকালে শিল্পকলা একাডেমির সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- সংবাদকর্মী সাখাওয়াত যাছাদ, শিক্ষার্থী ও নাট্যকর্মী আল মামুন, ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম এপিন, আলোকচিত্রী মরিয়ম রূপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনী, নাট্যকর্মী রিয়াসাত সালেকিন, লেখক সায়রাত সালেকিন প্রমুখ।

বক্তারা বলেন, ফারুকীর মতো নব্য দুর্নীতিবাজদের ক্ষমতায় বসানোর জন্য গণ-অভ্যুত্থান হয়নি। ক্ষমতার মসনদে বসে ফারুকীরা টেবিলের নিচ দিয়ে চাঁদা দাবি করবেন; সেজন্যও জুলাই-অভ্যুত্থানে শহিদরা জীবন দেয়নি। তারা আরও বলেন, ফারুকী সিন্ডিকেট করে চলচ্চিত্রশিল্প ধ্বংসের পর বর্তমানে বাংলার শিল্প-সংস্কৃতি ধবংস করার পাঁয়তারা করছেন। ফারুকীকে অপসারণ করা না হলে দেশের শিল্প সংস্কৃতি দিনে দিনে আরও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এ সময় অবিলম্বে তাকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অপসারণ করাসহ সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমিতে পুনর্বহাল করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম