দামুড়হুদায় ভুট্টা খেতে যুবকের রক্তাক্ত লাশ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর থেকে মাসুদ হাসান রঞ্জু নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। নিহত রঞ্জু উপজেলার বদনপুর গ্রামের আজিজুল মীরের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। সোমবার তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় কয়েকজন জানান, রোববার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। আজিজুল মীর বলেন, আমার ছেলে রোববার সকালে ভুট্টার জমিতে পানি দিতে মাঠে যায়। আমি জরুরি কাজে চুয়াডাঙ্গায় গিয়েছিলাম। বিকালে বাড়ি ফিরে জানতে পারি ছেলে দুপুরে খেতে আসেনি। আমি তার জন্য খাবার নিয়ে মাঠে যাই। তাকে ডাকাডাকি করে না পেয়ে খাবার নিয়ে বাড়ি ফিরে আসি ও চায়ের দোকানে যাই। সন্ধ্যায় বাড়ি এসে জানতে পারি তখনো রঞ্জু ফেরেনি। পরে ওই মাঠে গিয়ে দেখি মেশিনের পাশে তার মোবাইল ও স্যান্ডেল পড়ে আছে। আশেপাশে খোঁজাখুঁজির পর ভুট্টাখেতের মধ্যে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।
দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।